বৃষ্টিতে বিপর্যস্ত চাষীদের আর্থিক সহায়তা, কত টাকা কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- টানা বৃষ্টিতে রাজ্যের বহু জেলায় কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে । কোথাও ধানগাছ পচে যাচ্ছে, কোথাও বীজতলা নষ্ট । রাজ্যের কৃষকদের যখন মাথায় হাত, ঠিক তখনই বড়সড় আর্থিক স্বস্তির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মঙ্গলবার সোশাল মিডিয়া পোস্টে তিনি জানান, আসন্ন খরিফ মরশুমকে মাথায় রেখে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে ।

প্রতি বছর খরিফ ও রবি মরশুমে দুই কিস্তিতে আর্থিক সহায়তা পান কৃষকরা । এবার রাজ্যের মোট 1 কোটি 9 লক্ষ কৃষক ও বর্গাচাষী এই প্রকল্পের আওতায় 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত সহায়তা পাচ্ছেন । এই বাবদ রাজ্য সরকার কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠাচ্ছে 2,930 কোটি টাকা ।

মুখ্যমন্ত্রী এদিন এক্স পোস্টে লেখেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আওতায় সহায়তা প্রদান আজ থেকে শুরু হয়েছে । বছরে দুটি কিস্তিতে প্রতি একর জমির জন্য 10,000 টাকা এবং ন্যূনতম 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে । জমির পরিমাণ কম হলেও কৃষকরা আনুপাতিক হারে এই সহায়তা পাচ্ছেন ।”

2019 সালে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত রাজ্যের কৃষকদের প্রায় 24,086 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে তৃণমূল সরকার । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের আওতায় থাকা 18 থেকে 60 বছর বয়সি কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা সামাজিক সুরক্ষা সহায়তা দেওয়া হয় । এখনও পর্যন্ত প্রায় 1 লক্ষ 46 হাজার কৃষক পরিবার এই সুবিধা পেয়েছে । যার মোট পরিমাণ 2,920 কোটি টাকা ।

মুখ্যমন্ত্রী আরও লেখেন, “আমি সবসময় বিশ্বাস করি, আমাদের কৃষকরা আমাদের গর্ব, আমাদের সম্পদ । তাঁদের জন্য আমাদের সরকার ভবিষ্যতেও এমনভাবেই কাজ করে যাবে ।”,

একদিকে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষিজমি, অন্যদিকে রাজ্যের আর্থিক চাপ—তার মধ্যেও রাজ্য সরকারের এই সহায়তা নিঃসন্দেহে বাংলার কৃষকদের জন্য বড় সম্বল ।

আরও পড়ুন:- কৃষকদের জন্য সুখবর, রাজ্য দিচ্ছে ২৯৩০ কোটি টাকা, কৃষকদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে ? জেনে নিন

আরও পড়ুন:- মাত্র ২০ হাজারেই এই দেশ ঘুরে আসা সম্ভব , কী ভাবে প্ল্যান করতে হবে? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন