OTT-এর বদলে ইউটিউবে মুক্তি পাবে আমিরের ‘সিতারে জ়মিন পর’, কিভাবে দেখবেন সিনেমাটি? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আমির খানের সিনেমা মানেই দর্শকের মধ্যে প্রবল আগ্রহ। তার উপর যদি আবার সেটা ‘তারে জ়মিন পর’-এর মতো আদলে তৈরি কোনও সিনেমা হয়, তা হলে তো আর কথাই নেই। সিনেমা ঘোষণার পরেই আমির বলেছিলেন ‘সিতারে জ়মিন পর’ শুধুমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ওটিটিতে দেখা যাবে না এই সিনেমা। যদিও সেই সিদ্ধান্তে এখনও অনড় অভিনেতা। তবে পরিবর্তে সিনেমা দেখার উপায় আরও সহজ করে দিয়েছেন অভিনেতা। কোথায়, কী ভাবে দেখা যাবে আমিরের ‘সিতারে জ়মিন পর’?

সিনেমা মুক্তির আগেই আমির খান যখন ঘোষণা করেছিলেন যে এই সিনেমা ওটিটিতে মুক্তি পাবে না, তখন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল বিষয়টা নিয়ে। এ বার সাংবাদিক বৈঠকে আমির জানিয়েছেন, ওটিটিতে মুক্তি না পেলেও, ছবিটি দেখা যাবে ইউটিউবে। তবে সেটা একেবারেই বিনামূল্যে নয়।

১ অগস্ট থেকে আমির খান প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে দেখা যাবে ‘সিতারে জ়মিন পর’। ভারত-সহ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, স্পেন-সহ ৩৯টি দেশে ১০০ টাকার বিনিময়ে দেখা যাবে ছবিটি। তবে শুধুই ‘সিতারে জ়মিন পর’ নয়, ‘লগান’, ‘দঙ্গল’, ‘জানে তু ইয়া জানে না’, ‘তারে জ়মিন পর’-এর মতো সিনেমাগুলোও দেখা যাবে তাঁর ইউটিউব চ্যানেলে।

শুধু তাই নয়, অভিনেতা জানিয়েছেন, বহু প্রযোজকদের সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে সমস্যায় পড়তে হয়। তাদের সিনেমাও প্রয়োজনে মুক্তি পাবে এই ইউটিউব চ্যানেলে। তবে দর্শককে হলমুখী করার জন্যই ওটিটিতে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানান আমির।

আরও পড়ুন:- কৃষকদের জন্য সুখবর, রাজ্য দিচ্ছে ২৯৩০ কোটি টাকা, কৃষকদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে ? জেনে নিন

আরও পড়ুন:- মাত্র ২০ হাজারেই এই দেশ ঘুরে আসা সম্ভব , কী ভাবে প্ল্যান করতে হবে? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন