হাটুতে বাতের ব্যথা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : হাটুতে বাত ব্যথা থাকলে এই ঔষধ গুলো স্হায়ী সমাধান দিতে পারে। জানুন হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে —-

গুয়েকাম (Guaiacum) : হাঁটু ফোলা ভীষণ বেদনা। যন্ত্রনা, নড়াচড়ায় যন্ত্রনা বৃদ্ধি, চাপ বা তাপ সহ্য হয় না। চলাফেরা করিতে কষ্ট। হাটুতে কোন প্রকার আঘাত জনিত কারনে সাইনো ভাইটিস হইলে ইহা ফল প্রদ।

আরও পড়ুন : পেনশন না থাকলেও দুশ্চিন্তা নেই, LIC-এর এই ৪ স্কিম নিশ্চিত করবে অবসর জীবন

সেবন বিধি : শক্তি Q , 3x তিন চার ফোঁটা সামান্য জলসহ দিনে তিন বার।

ব্রাইওনিয়া (Bryonia Alb) : হাটুর বাত, গাট ফোলা, গরম সূঁচ ফোটানো ব্যথা, নড়াচড়ায় ব্যথায় বৃদ্ধিতে উপযোগী।

সেবন বিধি : শক্তি 3x বা 6 দিনে তিন মাত্রা। পুরাতন রোগে 200, 1m , 10m বা আরো উচ্চ শক্তি।

লিডম (Ledum Pal) : হাটু ফোলা, ভীষন বেদনা, যন্ত্রনা, বেদনা রাত্রে বাড়ে। তাপে নড়াচাড়ায় বাড়ে, ঠান্ডায় উপশম। ইহাতে লিডম অব্যর্থ।

সেবন বিধি : শক্তি 30 বা 200 দিনে দুই বার।

এপিস (Apis Mel) : হাটু বাতের তরুণ প্রদাহে ইহা উত্তম ঔষধ। হুল ফোটানো বেদনা, ঠান্ডা জল প্রয়োগের উপশম হইলে ইহা উপকারী।

সেবন বিধি : শক্তি 6 বা 30 দিনে তিন বার।

সালফার (Sulphur) : জানু সন্ধিতে হাঁটুতে রস জমিয়া ফোলা। চাপিলে বা টিপিলে কোন রূপ ব্যথা পাওয়া না গেলে সালফার উপকারী। অন্যান্য ঔষধ বিফল হইলে এই ঔষধ উপকার হওয়া সম্ভব।

সেবন বিধি : শক্তি 30 বা 200 দিনে দুই বার।

ক্যালি হাইড্রো (Kali Hydro) : হাঁটু ফোলা বেদনা, সেই বেদনা রাত্রকালে বৃদ্ধি। আক্রান্ত স্থান চাপিলে বেদনা বাড়ে। বিশ্রামে বৃদ্ধিতে ইহা উপকারী।

সেবন বিধি : শক্তি 30 বা 200 দিনে দুই বার।

এঙ্গাষ্টিউরা ভেরা (Angustura Vera) : হাঁটুতে টাটানি বেদনা, হাঁটিয়া চলিতে ভীষন কষ্ট হয়। গাট ফোলা, শক্তি ইত্যাদি লক্ষনে ইহা উপকারী।

সেবন বিধি : শক্তি 6 বা 30 দিনে তিন বার। 200 দিনে এক বার।

বাইওকেমিক চিকিৎসা —

ক্যালকেরিয়া ফ্লোর (Calcaria Fluor) : সাইনো ভাইটিসে হাঁটুর বাত একটি উৎকৃষ্ট ঔষধ। হাঁটুর যন্ত্রনা ইহা কিছুদিন সেবন করিলে রোগ সম্পূর্ণ আরোগ্য হয়।

সেবন বিধি : শক্তি 6x বা 12x পুরাতন রোগে আরো উচ্চ শক্তি। ২-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে দিনে তিন বার গরম জলসহ।

(চিকিৎসকের যোগাযোগ — Dr. Pallab Chakraborty- 9134684103)

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন