Bangla News Dunia, দীনেশ :- আমেরিকার ক্যালিফোর্নিয়ায় (California) ভেঙে পড়ল মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান (fighter jet)। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে ঘটনাটি হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
আরও পড়ুন:- বৃষ্টিতে বিপর্যস্ত চাষীদের আর্থিক সহায়তা, কত টাকা কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ? জানুন
সেদেশের সময় অনুযায়ী বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ ক্যালিফোর্নিয়ার লেমুরে নৌসেনার বিমানঘাঁটির কাছে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি মাঠের মধ্যে বিমানের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। সেটি থেকে আগুন বের হতে দেখা যাচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক।
শেষ মুহূর্তে কোনও রকমে বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট। তিনি অক্ষত রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যান। তবে কীভাবে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত (Investigation) করে দেখা হচ্ছে।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের টানা ছুটি ঘোষণা। আগস্ট মাসের ছুটির তালিকা দেখে নিন।
আরও পড়ুন:- কবি সুভাষ মেট্রো স্টেশন ভেঙে নতুন করে তৈরি হবে, আবার কবে স্বাভাবিক হবে পরিষেবা ? জেনে নিন