ইন্টারনেটে পাইরেসি রুখতে অভিনব পদক্ষেপ আমিরের ! জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাইরেসি শব্দটা আতঙ্কের সিনে দুনিয়ায় যুক্ত কলাকুশলীদের কাছে ৷ এমন বহুবার হয়েছে সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই অনলাইনে লিক হয়ে গিয়েছে ৷ আবার সিনেমার মুক্তির সঙ্গে সঙ্গে হলপ্রিন্ট ছেয়ে যায় অনলাইন দুনিয়ায় ৷ পাইরেসি রুখতে এবার অভিনব সিদ্ধান্ত নিয়েছেন আমির খান (Aamir Khan) ৷ সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, সিনেমার পাইরেসি যাতে না হয় সে কারণে তিনি বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন (Aamir Khan on piracy) ৷

আমির বলেন, “আমরা ইতিমধ্যেই আমাদের সংস্থায় অ্যান্টি-পাইরেসি (anti-piracy) টিমকে যুক্ত করেছি ৷ যাদের কাজ হল ইন্টারনেট থেকে পায়রেটেড লিঙ্কগুলোকে খুঁজে সরিয়ে দেওয়া বা ডিলিট করে দেওয়া ৷ পাশাপাশি শুরু করেছি পে পার ভিউ ( pay-per-view model) ৷ অর্থাৎ যেখানে মাত্র 100 টাকা খরচ করে দর্শক ইন্টারনেটে সিনেমা দেখতে পারবে ৷ এই ভাবে যতটা পাইরেসি কমানো যায় ৷ এই সিদ্ধান্ত হয়তো কিছু ক্রিয়েটিভ মানুষকে আশার আলো দেখাতে পারে ৷ তবে থিয়েটারের ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হয়নি ৷”

অভিনেতার কথায়, “আসলে মাল্টিপ্লেক্স বিষয়টা এসেছে 2005-2006 সাল থেকে ৷ ফলে সেখানে ইনভেসমেন্ট অনেকটাই বেশি ৷ বড় শহরে সেই ভাড় আরও বেশি ৷ যেকারণে টিকিটের দামও বেড়েছে ৷ দাম বেড়েছে পানীয় ও খাবারেরও ৷ এটা হচ্ছে যদি আপনি কোনও 5 স্টার হোটেলে যান সেখানে এক কাপ চায়ের দামও হবে আকাশ ছোঁয়া ৷ কারণ সেখানে আপনি সেই লেভেলের পরিবেশ পাচ্ছেন ৷”

আমির খান নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সিতারে জমিন পর (Sitaare Zameen Par) সিনেমা মুক্তির কথা ঘোষণা করেছেন ৷ যেখানে মাত্র 100 টাকা খরচা করলেই মিলবে সিনেমা দেখার সুযোগ ৷ পয়লা অগস্ট থেকে আমির খান টকিস (Aamir Khan Talkies)-এ পে পার ভিউ মডেলে এই সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকরা ৷ 20 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিতারে জমিন পর ৷ তারে জমিন পর (Taare Zameen Par) সিনেমার সিক্যুয়েল এই ছবি ৷ তবে গল্প একদমই অন্যরকম ৷ এই সিনেমায় বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের কাছে বাস্কেটবল কোচ হিসাবে সামনে আসেন আমির ৷

আমির খান সিনেমার ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে গিয়ে জানান, “মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা ব্যয়বহুল ৷ আপনার যদি সেই রকম আয় না থাকে তাহলে মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখে টাকা খরচ করতে চাইবেন না ৷ ফলে সেই সকল দর্শকদের কাছেও আমি পৌঁছাতে চাই ৷ প্রত্যেকে সিনেমা দেখতে ভালোবাসেন ৷” আর সেই কারণেই আমির পাইরেসি রুখতে ও দর্শক দরবারে সহজে পৌঁছানোর জন্য নিজের ইউটিউব চ্যানেলে 100 টাকার বিনিময়ে সিতারে জমিন পর দেখার সুযোগ করে দিচ্ছেন ৷ উল্লেখ্য, সিতারে জমিন পর পরিচালনা করেছেন প্রসন্না (Prasanna) ৷ আমির খানের বিপরীতে দেখা গিয়েছে জেনেলিয়া দেশমুখকে (Genelia Deshmukh) ৷

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের টানা ছুটি ঘোষণা। আগস্ট মাসের ছুটির তালিকা দেখে নিন।

আরও পড়ুন:- কবি সুভাষ মেট্রো স্টেশন ভেঙে নতুন করে তৈরি হবে, আবার কবে স্বাভাবিক হবে পরিষেবা ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন