ফের বিপাকে শেখ হাসিনা ! বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সহ পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে বিচার শুরু

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ফের বিপাকে শেখ হাসিনা (Sheikh Hasina)। শুধু হাসিনাই নন, তিনি ও তাঁর পরিবারের আরও ৬ সদস্যের বিরুদ্ধে জমি জালিয়াতির মামলায় বিচার প্রক্রিয়া শুরু হল। হাসিনার পরিবারের অন্য সদস্যরা হলেন, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)। বাংলাদেশের (Bangladesh) দুর্নীতি দমন কমিশন ৩টি আলাদা আলাদা মামলা করেছিল। ওই মামলাগুলিতে শেখ হাসিনা সহ বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা

ঢাকার পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা জমির প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগ করা হয়েছে। প্লট বরাদ্দে যোগ্য না হওয়া সত্ত্বেও শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দ করা হয়েছিল বলে অভিযোগ। মামলা করেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এই মামলায় অভিযুক্তের তালিকায় রয়েছেন একাধিক সরকারি আধিকারিকও। এদিন ঢাকার বিশেষ জজ আদালত বিচার শুরুর নির্দেশ দেয়। ১১ অগাস্ট সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন