Bangla News Dunia, Pallab : ফ্রান্স, ব্রিটেনের পথে কানাডাও (Canada)। অটোয়া সরকার জানিয়েছে, তাদের দেশও প্যালেস্তাইনকে (Palestine) রাষ্ট্রের মর্যাদা দিতে বদ্ধপরিকর। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার জানিয়েছেন, চলতি সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের (United Nations) সাধারণ সভার ৮০ তম অধিবেশনে কানাডা সরকার প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে চাইছে। কানাডার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফ্রান্স। ইজরায়েল (Israel) বলেছে, এ হল হামাসের কাছে ‘পুরস্কারস্বরূপ’। ট্রাম্পের হুঁশিয়ারি, এর ফলে অটোয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা সুষ্ঠুভাবে এগোবে না।
আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা
নীতিগতভাবে একটা বড় পরিবর্তন করতে চলেছে কানাডা, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের উষ্মা বাড়ালেও গতকাল সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ‘পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে আমরা দ্বি-রাষ্ট্র তত্ত্বে বিশ্বাসী। আমরা চাই, ইজরায়েলের পাশাপাশি প্যালেস্তাইনও স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে অবস্থান করুক। ইজরায়েল গাজায় যুদ্ধ বন্ধ না করলে সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের অধিবেশনে প্যালেস্তাইনকে দেশের মর্যাদা দেবে কানাডা।’ তিনি বলেন, ‘প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আমার কথা হয়েছে। মাহমুদ কথা দিয়েছেন ২০২৬-এর নির্বাচন সুষ্ঠু হবে। তাতে হামাসের (Hamas) কোনও ভূমিকা থাকবে না।’
কানাডার ঘোষণার আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছিলেন ইজরায়েল যুদ্ধ না থামালে যুক্তরাজ্য সেপ্টেম্বরে প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে। তার আগে একই পরিকল্পনার কথা জানায় ম্যাক্রোঁ সরকার। এই তিনটি দেশই শর্ত হিসেবে বলেছে, হামাসকে বাদ দিয়ে প্যালেস্তাইনে নির্বাচন করতে হবে। রাষ্ট্রসংঘের ১৯৩ দেশের মধ্যে ১৪৭ দেশ প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।