মায়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার ! নির্বাচনের ঘোষনা জান্তা সরকারের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab  : সশস্ত্র বিদ্রোহী জোটের ধারাবাহিক অগ্রগতি ও গণতন্ত্রপন্থীদের চাপে শেষ পর্যন্ত পিছু হটল মায়ানমারের (Myanmar) জান্তা সরকার (Junta government)। সেদেশের জেনারেল মিন আং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সরকার বৃহস্পতিবার জরুরি অবস্থা প্রত্যাহারের কথা ঘোষনা করে। গণতান্ত্রিক কার্যকলাপের ওপর বিধিনিষেধ তোলার কথা ঘোষণা করেছে। পাশাপাশি জানানো হয়েছে, মায়ানমারে ডিসেম্বরে ভোট হবে।

আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা

২০২১ সালে ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে গণতন্ত্রিক আন্দোলনের নেত্রী আউং সান সু চির দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (National League for Democracy) নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে দিয়েছিল মায়ানমার সেনা (Myanmar Army)। শুরু হয়েছিল জান্তা সরকারের শাসন। গত সাড়ে চার বছর ধরে গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বিভিন্ন জনজাতি গোষ্ঠীকে ধারাবাহিক ভাবে নিশানা করেছে মায়ানমার সেনা। কিন্তু গত নভেম্বর থেকে সেদেশের তিন বিদ্রোহী গোষ্ঠী জান্তা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। এতে দেশের একটা বড় অংশ জান্তা সরকারের হাতছাড়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এমন পরিস্থিতিতে কোণঠাসা হ্লাইং শেষ পর্যন্ত ভোটের ঘোষণা করলেও শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

জানুয়ারিতে ওই বিদ্রোহী জোটের একটি গোষ্ঠী যুদ্ধবিরতি চুক্তি করলে হ্লাইং সরকার (Hlaing Government) কিছুটা স্বস্তি পেলেও তা বেশিদিন স্থায়ী হয়নি।

এদিকে মায়ানমারে গৃহযুদ্ধ থামাতে এক বছর ধরে তৎপর হয়েছে চিন। তাই জেনারেল হ্লাইংয়ের নতুন ঘোষণায় অনেকে বেজিংয়ের ভূমিকা দেখতে পাচ্ছেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন