Bangla News Dunia, Pallab : রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গে আবারও আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে জেলার বিভিন্ন ব্লকে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। মাধ্যমিক পাশ থাকলেই এখানে আবেদন করা যাবে।
আশা কর্মী পদে আবেদন করার জন্য যোগ্যতাঃ
আশা কর্মী পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ। উচ্চ শিক্ষায় শিক্ষিত প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন, তবে মাধ্যমিক বা সমতূল্য পরীক্ষার নাম্বার-ই বিচার করা হবে।
আশা কর্মী পদে আবেদন করার জন্য বয়সঃ
আশা কর্মী পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে, কমপক্ষে ৩০ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে, ২৩/০৭/২০২৫ তারিখের নিরিখে। তবে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীরা সর্বনিম্ন ২২ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন।
আশা কর্মী পদে আবেদন করার শর্তঃ
আশা কর্মী পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলা প্রার্থীরা। তবে বলা হয়েছে, এই পদে শুধুমাত্র বিবাহিত/বিধবা/আদালত কর্তৃক বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন জানাতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের/এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে, এরজন্য প্রমান স্বরূপ ভোটার কার্ড অথবা রেশন কার্ডের জেরক্স জমা করতে হবে।
আশা কর্মী পদে আবেদন পদ্ধতিঃ
আশা কর্মী পদে জেলার বিভিন্ন ব্লকে ও গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, নিচে সমস্ত ব্লকের নোটিশ ডাউনলোড লিংক ও অফিসিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া রয়েছে। আবেদন করার পূর্বে তা যাচাই করে নিন কোন ব্লকে নিয়োগ হচ্ছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে, এরজন্য সংশ্লিষ্ট বি.ডি.ও অফিস, এস.ডি.ও অফিসে কিংবা বি.এম.ও.এইচ অফিসে যোগাযোগ করুন ও সেখান থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে, ডা সঠিক ভাবে পূরণ করুন। এরপর উপযুক্ত নথি সহকারে সংশ্লিষ্ট বি.ডি.ও অফিসের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করুন।
আশা কর্মী পদে আবেদন করার জন্য ডকুমেন্টসঃ
আশা কর্মী পদের আবেদন ফর্মের সাথে যে সমস্ত নথি জমা করতে হবে, তা হলো –
১) জন্ম সার্টিফিকেট / মাধ্যমিক এডমিট কার্ড বা সার্টিফিকেট,
২) এলাকার বাসিন্দা প্রমাণ স্বরূপ ভোটার কার্ড/রেশন কার্ড,
৩) প্রধানের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র,
৪) জাতিগত শংসাপত্র (যদি থাকে),
৫) মাধ্যমিক বা সমতূল্য পরীক্ষার মার্কশীট,
৬) আবেদনকারীর স্বাক্ষর সহ ২ কপি কালার পাসপোর্ট সাইজের ফটো,
৭) বিবাহিত/বিধবা/বিবাহ বিচ্ছিন্ন – প্রমানের শংসাপত্র।
আবেদনের শেষ তারিখঃ
আশা কর্মী পদে নিয়োগের জন্য বিভিন্ন ব্লক ও গ্রাম পঞ্চায়েতে আবেদন করার শেষ তারিখ ভিন্ন ভিন্নভাবে নির্ধারিত হয়েছে। কোথাও আবেদন চলবে ১১ আগস্ট ২০২৫, বিকেল ৪টা পর্যন্ত, আবার কোথাও শেষ তারিখ ৬ আগস্ট ২০২৫ পর্যন্তই নির্ধারিত।