Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশে প্রতি 811 জনে একজন করে চিকিৎসক আছেন ৷ এক প্রশ্নের জবাবে লোকসভায় এমনই তথ্য দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল ৷ শুক্রবার তিনি জানান, এখন দেশে 13 লক্ষ 86 হাজার 157 জন অ্যালোপেথিক চিকিৎসক আছেন ৷ আয়ুর্বেদিক চিকিৎসকের সংখ্যা কমবেশি সাড়ে সাত লক্ষ ৷ চিকিৎসকের সংখ্যা বাড়াতে কেন্দ্রীয় সরকার একাধিক নতুন মেডিক্যাল কলেজ তৈরির পরিকল্পনা নিয়েছে ৷ জেলাস্তরে বিভিন্ন হাসপাতালেও মেডিক্যাল কলেজ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে ৷
আরজেডি সাংসদ রাজেশ মিশ্রর করা প্রশ্নের জবাবে অনুপ্রিয়া জানান, দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা কম ৷ এই ঘাটতি পূরণ করতে জেলাস্তরের হাসপাতালগুলিতে যাতে মেডিক্যাল কলেজ তৈরি করা যায় তার জন্য চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ৷ বদল আনা হচ্ছে স্বাস্থ্য নীতিতেও ৷ এখনও পর্যন্ত এই ধরনের 157টি মেডিক্যাল কলেজকে অনুমোদন দেওয়া হয়েছে ৷ তার মধ্যে 131টি কলেজে পঠনপাঠনও শুরু হয়ে গিয়েছে ৷ একইসঙ্গে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার পরিচালিত মেডিক্যাল কলেজগুলিও যাতে আসন বাড়িয়ে বেশি সংখ্যক পড়ুয়াকে ভর্তি নিতে পারে তার জন্যও নিয়ম তৈরি করা হয়েছে ৷
মন্ত্রীর বক্তব্যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার প্রসঙ্গও উঠে আসে ৷ তিনি বলেন, “এই যোজনা তৈরি করার সময় একটি নীতি প্রণয়ন করা হয়েছিল ৷ সেই নীতিতে বলা আছে বিভিন্ন হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লক থেকে শুরু করে ট্রমা সেন্টার তৈরি করা হবে ৷ এরকম 75টি প্রকল্প হাতে নেয় সরকার ৷ তার মধ্যে 71টির কাজ শেষ হয়ে গিয়েছে ৷ বাকিগুলির কাজ চলছে ৷ তাছাড়া দেশের বিভিন্ন প্রান্তে আরও বেশি সংখ্যক এআইএমএস তৈরিও যোজনার অন্যতম লক্ষ্য ৷ সেভাবে 22টি নুতন এআইএমএস তৈরি হতে চলেছে ৷ “
প্রতিবেশীদের এগিয়ে, হার ইউরোপের হাতে
140 কোটির দেশ ভারতের জন্য 14 লক্ষের কাছাকাছি চিকিৎসক থাকা প্রয়োজনের তুলনায় অবশ্যই অনেকটা কম ৷ বিশেষ করে প্রথম বিশ্বের দেশগুলির সঙ্গে তুলনা করলে এই সংখ্যা মোটেই সন্তোষজনক বলে মনে হবে না ৷ পৃথিবীর বিভিন্ন দেশে জনসংখ্যার সঙ্গে চিকিৎসকের আনুপাতিক হার কেমন তা নিয়ে নিয়মিত সমীক্ষা করে বিশ্ব ব্যাঙ্ক ৷
প্রতি হাজার জনের জন্য কতজন করে চিকিৎসক আছেন তা খতিয়ে দেখা হয় ৷ সেই তথ্য থেকে জানা গিয়েছে, বাংলাদেশে 0.7, পাকিস্তান 1.1 এবং শ্রীলঙ্কায় চিকিৎসকের সঙ্গের রোগীর অনুপাত 1.2 ৷ তার মানে প্রতিবেশি দেশগুলির অবস্থা ভারতের মতোই ৷ কোনও কোনও ক্ষেত্রে ভারত সামান্য এগিয়ে ৷ কিন্তু ইউরোপের অস্ট্রিয়া (5.5), জার্মানি (4.5), ফ্রান্স (3.3), স্পেন (4.5) এবং ইংল্যান্ড (3.2)-এর মতো দেশের অবস্থা ভারতের থেকে অনেকটাই ভালো ৷ আমেরিকার ক্ষেত্রে সংখ্য়াটা 3.6 ৷ এর পাশাপাশি কানাডা 2.5 এবং মেক্সিকোতে রোগীর জন্য চিকিৎসকের অনুপাত 2.6 ৷
আরও পড়ুন:- স্বাস্থ্যসাথী কার্ডে এ বার যুক্ত হল নতুন সুবিধা, বিনামূল্যে মিলবে এই জটিল রোগের চিকিৎসা
আরও পড়ুন:- কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে ১০০০০ টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর