উঁইপোকার জ্বালায় অতিষ্ঠ ? এই ওষুধ লাগালে চিরতরে দূর হবে। একটাও টিকবে না

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্ষায় বাড়ি বাড়িতে উঁইপোকা ঢিপি বানায়, মাটি দিয়ে দেওয়াল, আসবাব নষ্ট করে। এর থেকে মুক্তির সহজ ঘরোয়া উপায় জানুন।

অনেকেই উইপোকা মারতে কেরোসিন ব্যবহার করেন।

কিছু ঘরোয়া উপায় জানলে কোনও পয়সা খরচ ছাড়াই উইপোকা দূর করতে পারবেন।

নিম হল উইপোকার যম। নিম তেল উইপোকা দূর করতে ভীষণ কার্যকরী। এটি আপনার বাড়িতে থাকা আসবাবপত্রের উপর ছিটিয়ে দিন এতে উইপোকা আসবে না।

বাজার থেকে পাতিলেবু কিনে আনুন। বাড়িতে থাকা ভিনিগারের সঙ্গে মিশিয়ে সেই মিশ্রণ কাঠের আসবাব, দরজা জানলার ওপর দিন তাহলেই সুরাহা হবে।

তরকারিতে ঝাল হওয়ার জন্যে যে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন সেই লঙ্কার গুঁড়ো জল দিয়ে স্প্রে করলেও উইপোকার দফারফা করে দিতে পারেন।

এছাড়াও, নুন জল গরম করে কাঠের ওপর দিন তাহলে কাজে দেবে। জলের মধ্যে লবঙ্গ দিয়ে ব্যবহার করতে পারেন উইপোকা পালাতে বাধ্য।

সবার বাড়িতে রসুন থাকেই। সেই রসুন দিয়ে এর তেল বানিয়ে কাঠের জিনিসপত্রের ওপর ব্যবহার করুন ফল পাবেন হাতে নাতে।

এই উপায়গুলি মেনে চলুন উইপোকা বাড়ির আশেপাশে আসতে পারবে না।

আরও পড়ুন:- কলকাতায় পা রাখছেন ফুটবলের রাজপুত্র মেসি, কবে আসছেন? জেনে নিন

আরও পড়ুন:- প্যান কার্ড থাকলেই পাবেন কড়কড়ে 5 লাখ টাকা। শর্তাবলী ও আবেদন পদ্ধতি জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন