বাণিজ্য নিয়ে আমেরিকার সঙ্গে সমঝোতার চেষ্টা নয়াদিল্লির ! কোন কোন ক্ষেত্রে ছাড় ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আমেরিকা (America) ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক (Tariff) চাপাতেই নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। বাণিজ্য নিয়ে আমেরিকার সঙ্গে সমঝোতার বিষয়ে আলোচনা শুরু করেছে সাউথ ব্লকের কর্তারা। ২৫ অগাস্ট আমেরিকার একটি প্রতিনিধি দল ভারতে (INDIA) আসার কথা রয়েছে। বাণিজ্যচুক্তি নিয়ে তাঁদের কী ধরণের প্রস্তাব দেওয়া যায়, তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে বিভিন্ন মন্ত্রকের আধিকারিকেরা। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আমেরিকা। রাশিয়া থেকে খনিজ তেল ও অস্ত্র কেনার জন্য ভারতকে জরিমানা দিতে হবে বলে জানিয়েছিলেন সেদেশের প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump)। এরপর ভারতীয় পণ্যের ওপর আমেরিকা ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছে।

আরও পড়ুন : গ্যাস , অম্বলের সেরা কিছু হোমিওপ্যাথি ঔষধ !

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিরক্ত আমেরিকা। সহজে যাতে ভারতের বাজার ব্যবহার করতে পারে মার্কিন সংস্থাগুলি, আমেরিকার তরফে সেই ব্যবস্থা করে দিতে বলা হয়েছে। এবিষয়ে এখনও পর্যন্ত ভারত যা যা পদক্ষেপ করেছে, তাতে সন্তুষ্ট নয় আমেরিকা। তবে ভারতের তরফে একাধিক ক্ষেত্রে শুল্ক কমানো হয়েছে। বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মন্ত্রকগুলি তাদের এক্তিয়ার থেকে শুল্ক ছাড় দিতে শুরু করেছে। কিন্তু জটিলতা এখনও কাটেনি।

ট্রাম্প প্রশাসনের যে সমস্ত দেশের সঙ্গে দ্রুত বাণিজ্যচুক্তি স্বাক্ষরের প্রত্যাশা ছিল ওই তালিকায় প্রথম সারিতে ছিল ভারত। কিন্তু এক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছে নয়াদিল্লি। এতেই বিরক্ত আমেরিকা। আমেরিকার ট্রেজারি সচিব স্কট বেসেন্ট (Scott Besant) বলেন, ‘শেষ পর্যন্ত কী হবে আমরা জানি না। ভারত অনেক আগে আলোচনার টেবিলে চলে এসেছিল। কিন্তু ওরা ধীরে এগোচ্ছে। তাই প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর ক্ষুব্ধ।

সূত্রের খবর, সয়াবিন (Soybean), ভুট্টা (corn), দুগ্ধজাত পণ্যের মতো বেশ কিছু কৃষি পণ্যে আমেরিকা আমদানি শুল্ক হ্রাস চাইছে। কিন্তু নয়াদিল্লি তাতে আগ্রহী নয়। আমেরিকার আমদানিতে ৫৫ শতাংশ শুল্কছাড়ের প্রস্তাব দিয়েছে সরকার। তা আরও কিছুটা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে শুল্ক ছাড়ের পাশাপাশি ট্রাম্পের মন রাখার জন্য প্রতিরক্ষা, জীবাশ্ম জ্বালানি ও পরমাণুর ক্ষেত্রে আমেরিকা থেকে আমদানি বৃদ্ধির কথা ভাবছে নয়াদিল্লি। তবে কৃষিক্ষেত্রে একতরফা চুক্তি এড়াতে চেষ্টা করছে ভারত।

আরও পড়ুন : Google Pay, PhonePe ব্যবহার করেন ? আজ থেকে এই নতুন নিয়ম গুলি না জানলে সমস্যায় পড়বেন !

আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন