Bangla News Dunia, Pallab : মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্কন মন্দিরে যাওয়ার পথে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত ৪ প্রবীণ নাগরিক। যদিও পরে তাদের চারজনেরই দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাদের। মৃতদের নাম আশা দিবান (৮৫), কিশোর দিবান (৮৯), শৈলেশ দিবান (৮৬) ও গীতা দিবান (৮৪)। জানা গেছে, গত ২৯ জুলাই পরিবারটি নিউ ইয়র্কের বাফেলো থেকে পশ্চিম ভার্জিনিয়ার মার্শাল কাউন্টিতে প্রভুপাদের সোনার প্রাসাদের দিকে যাচ্ছিলেন।
আরও পড়ুন : গ্যাস , অম্বলের সেরা কিছু হোমিওপ্যাথি ঔষধ !
পথে পেনসিলভানিয়ার একটি রেস্তোরাঁয় তাঁদের শেষবার প্রবেশ করতে দেখা গিয়েছিল। এর পরেই ৪ জনের খোঁজে তল্লাশি শুরু হয়। হেলিকপ্টার দিয়ে খোঁজ চালায় পুলিশ। মোবাইলেও কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। বুধবার ভোর ৩টের দিকে ভার্জিনিয়ার মাউন্ডসভিলে শেষবার তাদের ফোনের সিগন্যাল পাওয়া গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের রক্তাক্ত দেহ উদ্ধার হল।
মার্শাল কাউন্টির শেরিফ মাইক ডঘার্টি জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ পশ্চিম ভার্জিনিয়ার ক্রিক রোড থেকে দুমড়ে মুচড়ে যাওয়া একটি গাড়ি থেকেই মৃত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে পুলিশ। তাঁদের দেহ শনাক্ত করা হয়েছে। তবে কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
আরও পড়ুন : Google Pay, PhonePe ব্যবহার করেন ? আজ থেকে এই নতুন নিয়ম গুলি না জানলে সমস্যায় পড়বেন !
আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা