আজ সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি, কী হতে চলেছে ? তাকিয়ে আন্দোলনকারীরা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার শুনানি (DA Case) রয়েছে। বিচারপরি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে মামলার শুনানি রয়েছে।

আরও পড়ুন : গ্যাস , অম্বলের সেরা কিছু হোমিওপ্যাথি ঔষধ !

ছ’সপ্তাহ আগে আদালত নির্দেশ দিয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকারকে ডিএ বকেয়ার অন্তত ২৫ শতাংশ কর্মীদের হাতে তুলে দিতে হবে। এখনও সেই নির্দেশ মানা হয়নি। বরং সময় শেষ হওয়ার দিন, ২৭ জুন রাজ্য একটি নতুন আবেদন জানিয়ে আরও ছ’মাস সময় চেয়েছে। এদিন শুনানিতে রাজ্যকে অতিরিক্ত সময় দেওয়া হবে কি না, শীর্ষ আদালতের দিকে তাকিয়ে ডিএ আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, এর আগে শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিল, রাজ্যকে বকেয়া ডিএ’র অন্তত ২৫ শতাংশ দিতে হবে। ২৭ জুন রাজ্য জানায়, তাদের আর্থিক সংকট রয়েছে। লক্ষ লক্ষ কর্মচারীর ডিএ বকেয়ার ২৫ শতাংশ মেটাতে প্রায় ১০ হাজার ৪২৫ কোটি টাকা দরকার। এই টাকা বর্তমান অর্থবর্ষের বাজেটে নেই। এই বিপুল টাকা জোগাড় করতে হলে কেন্দ্রের অনুমতি নিয়ে ঋণ তুলতে হবে। সেই প্রক্রিয়ার জন্য সময় প্রয়োজন। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ঘোষণায় তা ৪ শতাংশ বাড়ানো হয়েছিল কয়েক মাস আগে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা পান ৫৫ শতাংশ হারে ডিএ।

আরও পড়ুন : Google Pay, PhonePe ব্যবহার করেন ? আজ থেকে এই নতুন নিয়ম গুলি না জানলে সমস্যায় পড়বেন !

আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন