ঝর্ণা সংস্কারে উদ্ধার শিবলিঙ্গ, মূর্তি !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab  : জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) অনন্তনাগ জেলার সালিয়ার কারকুট নাগ গ্রামে ঝর্ণা সংস্কারে খোঁড়াখুঁড়ি চলছিল। তা করতে গিয়ে বেরিয়ে এল শিবলিঙ্গ (Shivlinga) ও কিছু দেবদেবীর মূর্তি (Statue of God)। শনিবারের ঘটনা।

আরও পড়ুন : গ্যাস , অম্বলের সেরা কিছু হোমিওপ্যাথি ঔষধ !

কারকুট অঞ্চলে ৬২৫ থেকে ৮৫৫ খ্রিস্টাব্দে শাসন করত কারকুট রাজবংশ। তাদের সঙ্গে যোগাযোগ ছিল কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandit)। তাই এই ঘটনা কাশ্মীরি পণ্ডিতদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। শিবলিঙ্গ ও মূর্তিগুলির বয়স জানা না গেলেও বোঝা যাচ্ছে এগুলি খুবই প্রাচীন।

এদিকে শিবলিঙ্গ ও মূর্তির খবর পাওয়ার পরেই জম্মু ও কাশ্মীরের প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালার কর্তাব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শনে যান। তাঁরা জানিয়েছেন, মূর্তিগুলির ইতিহাস ও বয়স নির্ধারণে শ্রীনগরের পরীক্ষাগারে পাঠানো হবে। সেখান থেকে যাবে এসপিএস মিউজিয়ামে (SPS Museum)।

এক কাশ্মীরি পণ্ডিত জানিয়েছেন, কারকুট রাজবংশের রাজত্বকালে ওই অঞ্চলে সম্ভবত মন্দির ছিল। কিংবা কেউ হয়তো সংরক্ষণের জন্য মূর্তিগুলিকে সেখানে রেখেছিল। জায়গাটি অনন্তনাগ জেলা সদর থেকে ১৬ কিলোমিটার দূরে। তিনি বলেছেন, ‘আমরা মূর্তিগুলি সুরক্ষিত রাখতে চাই। আমরা শুনেছি এখানে মন্দির ছিল। তাই এখানে একটি নতুন মন্দির গড়া হোক। মূর্তিগুলি সেখানে রাখা হোক।’

আরও পড়ুন : Google Pay, PhonePe ব্যবহার করেন ? আজ থেকে এই নতুন নিয়ম গুলি না জানলে সমস্যায় পড়বেন !

আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন