ট্রাম্পের ঘোষণায় পাত্তা দিতে নারাজ, চিনের সঙ্গে যৌথ নৌমহড়া শুরু রাশিয়ার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : রবিবার থেকে চিনের যৌথ নৌ মহড়া শুরু করেছে রাশিয়া। জাপান সাগরে এই মহড়া চলবে তিন দিন। কয়েকদিন আগেই রাশিয়ার জলসীমার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন পাঠানোর ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বে। তার মধ্যেই গতকাল থেকে চিনের সঙ্গে যৌথ নৌ মহড়া শুরু করেছে রাশিয়া। ট্রাম্পের ঘোষণায় যে তারা খুব একটা ভাবিত নন, তা ভ্লাদিমির পুতিনের সেনা আধিকারিকরা বুঝিয়ে দিয়েছেন।

আরও পড়ুন : গ্যাস , অম্বলের সেরা কিছু হোমিওপ্যাথি ঔষধ !

চিনের প্রতিরক্ষা মন্ত্রক মহড়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এবারের নৌ মহড়ার নাম ‘যৌথ সমুদ্র–২০২৫’। রাশিয়ার ভ্লাদিভস্টক বন্দরে জাপান সাগরে এই মহড়া শুরু হয়েছে। সাবমেরিন উদ্ধার, যৌথ অ্যান্টি-সাবমেরিন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মহড়ায় প্রাধান্য পাবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের চারটি জাহাজ মহড়ায় অংশ নিয়েছে। গাইডেড-ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ শাওসিং ও উরুমকি রুশ জাহাজগুলোর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে বেজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করেছে। ২০২২ সালে ইউক্রেনে হামলার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হয়েছে।

আরও পড়ুন : Google Pay, PhonePe ব্যবহার করেন ? আজ থেকে এই নতুন নিয়ম গুলি না জানলে সমস্যায় পড়বেন !

আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন