Bangla News Dunia, দীনেশ : রাশিয়ার (Russia) সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা দেশগুলিকে আমেরিকা (America) অত্যাধিক শুল্ক (Tariff) চাপানোর হুশিয়ারি দিয়েছে। এমনকী বেশ কিছু দেশের ওপর শুল্ক চাপিয়েছেন ট্রাম্প।
সম্প্রতি রাশিয়ার সঙ্গে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক রাখার জন্য ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। সোমবার সেদেশের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প (Donald Trump) ফের মস্কোর সঙ্গে সম্পর্ক নিয়ে নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ভারতের ওপর শুল্কের হার আরও বৃদ্ধি করা হবে।
আরও পড়ুন : FD, RD এর থেকে বেশি সুদ ! এলআইসি জীবন লক্ষ পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য
এবার আমেরিকার ওই হুমকি নিয়ে মুখ খুলল রাশিয়া। রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার হুমকিকে বর্তমান সময়ে এক দুঃখজনক বাস্তব বলে উল্লেখ করেছে মস্কো (Moscow)। ফলে গোটা বিশ্ব প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করছে রুশ বিদেশ মন্ত্রক (Russian Foreign Ministry)।
আরও পড়ুন : গ্যাস , অম্বলের সেরা কিছু হোমিওপ্যাথি ঔষধ !
রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা (Maria Zakharova) বলেন, আমেরিকা বিশ্বে তাদের একছত্র আধিপত্য বজায় রাখার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। এজন্য তারা এমন হুমকি দিয়ে যাচ্ছে। তবে আমেরিকা যতই চেষ্টা করুক না কেন আমাদের সঙ্গে বন্ধু রাষ্ট্রগুলির ইতিহাস পরিবর্তন করতে পারবে না। তিনি আরও বলেন, এধরনের হুমকি দেশগুলির সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ। এতে দেশগুলির অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করার চেষ্টা করছে আমেরিকা।
তাদের এমন আচরনের মোকাবিলা করতে বন্ধুরাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক আরও বাড়াতে চায় রাশিয়া। এমনকী ব্রিক্স (BRICS) জোটের কথাও উল্লেখ করেন জাখারোভা।
আরও পড়ুন : Google Pay, PhonePe ব্যবহার করেন ? আজ থেকে এই নতুন নিয়ম গুলি না জানলে সমস্যায় পড়বেন !