আমেরিকাও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে ! ট্রাম্পের শুল্ক হুশিয়ারির পালটা জবাব ভারতের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab  : রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্কের জন্য আমেরিকা ভারতের (INDIA) ওপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে। সোমবার ফের সেদেশের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প (Donald Trump) হুশিয়ারি দিয়ে জানিয়েছেন, ভারতের ওপর শুল্কের পরিমান আরও বাড়ানো হবে। এই অবস্থায় আমেরিকাকে পালটা জবাব দিল ভারত।

আরও পড়ুন : FD, RD এর থেকে বেশি সুদ ! এলআইসি জীবন লক্ষ পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য

সোমবার বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করছে আমেরিকা (America) এবং ইউরোপীয় ইউনিয়ন (European Union)। ভারত যে দেশের স্বার্থের কথা মাথায় রেখে কাজ করবে। তা স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকা তাদের স্বার্থে রাশিয়ার (Russia) সঙ্গে বাণিজ্য করে। এক সময় বিশ্বে জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে আমেরিকা ভারতকে রাশিয়া থেকে তেল কেনার জন্য উৎসাহিত করেছিল। আর এখন তারা দ্বিমুখী আচরণ করছে।

পাশাপাশি, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন যেভাবে লাগাতার ভারতকে আক্রমণ করে যাচ্ছে তা অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে ভারত।

বিদেশ মন্ত্রকের তরফে তথ্য দিয়ে জানানো হয়েছে, ২০২৩ সালে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যের পরিমাণ ছিল ১৭.২ বিলিয়ন ইউরো। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৬৭.৫ বিলিয়ন ইউরো। যা ভারতের সঙ্গে বাণিজ্যের পরিমানের থেকে অনেক বেশি। ২০২৪ সালে সমস্ত রেকর্ড ছাড়িয়ে ইউরোপের প্রাকৃতিক গ্যাস আমদানির গিয়ে দাঁড়িয়েছিল ১৬.৫ লক্ষ টনে। অপরদিকে আমেরিকা তাদের পারমাণবিক শিল্পের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড কেনে। বৈদ্যুতিক গাড়ি শিল্পের জন্য প্যালাডিয়াম, সার এবং বিভিন্ন রাসায়নিক রাশিয়া থেকে আমদানি করে।’

সোমবার ট্রাম্প ট্রুথ সোশালে লেখেন, ‘ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে। সেই তেলের বেশিরভাগ খোলা বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করছে ভারত। এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের (Ukraine) অবস্থা ভয়াবহ। কিন্তু তাতে ভারতের কিছু আসে যায় না। এই সমস্ত কারণে আমরা ভারতের ওপর শুল্কের পরিমান বাড়ব।’

ট্রাম্পের এমন হুশিয়ারির পর ভারতের তরফেও কড়া জবাব দেওয়া হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন