Bangla News Dunia, Pallab : ফিলিপিন্সের (Philippines) প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস (Ferdinand and Marcos) জুনিয়ার পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ভারতে এলেন। তাঁর সঙ্গে রয়েছেন ফিলিপিন্সের ফার্স্ট লেডি লুইস আরানেতা (Luis Araneta) মার্কোস ও এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
আরও পড়ুন : FD, RD এর থেকে বেশি সুদ ! এলআইসি জীবন লক্ষ পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য
২০২২ সালে প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারত ও ফিলিপিন্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ৭৫ বছরে পড়েছে। সেদিক থেকে এই সফর তাৎপর্যপূর্ণ।
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও প্রেসিডেন্ট মার্কোসের মধ্যে হবে দ্বিপাক্ষিক আলোচনা। আগামীকাল তিনি রাজঘাটে পুষ্পস্তবক অর্পণ করবেন। তারপর হায়দরাবাদ হাউসে মোদির সঙ্গে তাঁর বৈঠক। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গেও সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী জয়শংকরের (S Jaishankar) সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, মার্কোসের সফর দু’দেশের মধ্যে সামুদ্রিক ক্ষেত্রে কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীর করবে। ফিলিপিন্সই প্রথম ভারতের কাছ থেকে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনেছে।