5 লক্ষে 10 লক্ষ রিটার্ন, এই স্কিমে টাকা হবে দ্বিগুণ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমানে টাকা ডবল করা একদম সহজ পদ্ধতিতে সুযোগ দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ। সময় সাপেক্ষে আপনার টাকা ডবল হতে পারে পোস্ট অফিসের এই স্কিমের মাধ্যমে। পোস্ট অফিসে টাকা জমা রাখা মানে পুরোপুরি সুরক্ষিত এবং ঝুকিহীন একটি সংস্থা। তাই আপনি চাইলে পোস্ট অফিসের আপনার টাকা সময়ের সাপেক্ষে ডবল করতে পারেন। তাহলে আজকের প্রতিবেদনে এই স্ক্রিন সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব চলুন দেখে নেওয়া যাক –

আরও পড়ুন : FD, RD এর থেকে বেশি সুদ ! এলআইসি জীবন লক্ষ পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগ খুঁজতে গেলে পোস্ট অফিসের স্কিমগুলির নাম সবার উপরে থাকে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি পোস্ট অফিস স্কিম হল কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra বা KVP)। বর্তমানে অনেকেই এই স্কিম সম্পর্কে জানেন না, অথচ এটি এমন একটি স্কিম যেখানে মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রায় সময় সাপেক্ষে তা হয়ে যায় ২ লক্ষ টাকা! চলুন বিশদে জেনে নিই এই স্কিমের সবকিছু।

কিষাণ বিকাশ পত্র কী এবং কেন জনপ্রিয়?

পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (KVP) হল একটি সিকিউরড, ফিক্সড রিটার্ন স্কিম, যা ভারত সরকারের অর্থ মন্ত্রকের দ্বারা চালানো হয়ে থাকে। এই স্কিমটি চালু করা হয়েছে মূলত দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য, যারা ঝুঁকি না নিয়ে স্থিতিশীল ও নির্ধারিত রিটার্ন পেতে চান।

এই স্কিমের জনপ্রিয়তার কারণ:

  1. সুদের হার ৭.৫০% (চক্রবৃদ্ধি) হারে দেওয়া হবে
  2. নিরাপদ এবং সরকার অনুমোদিত অবশ্যই
  3. নির্দিষ্ট মেয়াদে দ্বিগুণ রিটার্ন পাওয়া সম্ভব
  4. সহজ প্রক্রিয়ায় অ্যাকাউন্ট খোলা যায়
  5. নমিনি সুবিধা রয়েছে এখানে

কত দিনে দ্বিগুণ রিটার্ন পাওয়া যায়?

বর্তমানে কিষাণ বিকাশ পত্রে সুদের হার বার্ষিক ৭.৫০% চক্রবৃদ্ধি হিসেবে থাকবে। এর ফলে, কোনো ব্যক্তি যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তবে ১১৯ মাস বা প্রায় ৯ বছর ১১ মাসে সেই টাকাটি দ্বিগুণ করা যাবে। অর্থাৎ, আপনি ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রায় ১০ বছর পর পাবেন ২ লক্ষ টাকা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন