মাসে মাসে ইনকাম ৫০-৬০ হাজার ! নিজের ব্যবসা শুরু করুন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : যেকোনো ব্যবসা শুরু করার আগে কয়েকটি বিষয় মনে রাখা দরকার। এই বিষয়গুলি মনে রেখে যদি কোন ব্যবসা শুরু করা যায় তাহলে অল্প সময়ে ভালো জায়গায় পৌঁছানো সম্ভব। প্রথমত মনে রাখতে হবে আপনার পুজির পরিমাণ কি রকম। আপনার পুঁজি নির্ধারণ করবে আপনি কোন ব্যবসা করতে পারবেন। এরপর যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষযটি হলো আপনি যে ব্যবসা শুরু করতে চান তার বাজারে চাহিদা কেমন। তারপর অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জায়গায় ব্যবসা শুরু করতে চান সেখানে কাস্টমার সংখ্যা কেমন। এসব বিষয়গুলি ঠিকঠাক ভাবে মূল্যায়ন করে বিজনেস শুরু করলে সেখানে অতি সহজেই লাভবান হওয়া যায়।

আরও পড়ুন : FD, RD এর থেকে বেশি সুদ ! এলআইসি জীবন লক্ষ পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য

দেখা যাচ্ছে, বর্তমান সময়ে চাকরি পাওয়া অনেকের কাছেই দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে নিজের ব্যবসা শুরু করা একমাত্র অপশন হতে পারে। তার মধ্যে ফাস্টফুড ব্যবসা একটি এমন ক্ষেত্র, যার চাহিদা প্রতিদিনই বেড়েই চলেছে। ছোটো-বড়ো, শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী সবাই কিছু না কিছু ফাস্টফুড খেতে ভালোবেসে থাকেন। এর ফলে এই ব্যবসায় প্রবেশ করলে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

ব্যবসা শুরু করতে যা যা লাগবে

ফাস্টফুড ব্যবসা শুরু করতে আপনাকে খুব বেশি পুঁজি নিয়ে চিন্তা করতে হয় না। মাত্র ₹৩০,০০০ থেকে ₹৫০,০০০ এর মধ্যেই আপনি ভালো ধরনের শুরু করতে পারেন। প্রথমে একটি ছোটো স্টল বা দোকান ভাড়া নিয়ে শুরু করতে পারেন। আগে পণ্যের তালিকা নির্ধারণ, কাঁচামাল, গ্যাস, বাসনপত্র, ফ্রাইং প্যান, কাচের কাউন্টার ইত্যাদি আপনার প্রাথমিক বিনিয়োগে মধ্যে পড়বে।

কোথায় শুরু করবেন—লোকেশন বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ

যে কোনো খাদ্য ব্যবসার জন্য লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এমন জায়গায় দোকান খুলে থাকেন, যেখানে স্কুল, কলেজ, অফিস কিংবা বাজার বা মোড় বা জমায়েত আছে, তাহলে ক্রেতার অভাব হয় না। এছাড়া ট্রাফিক সিগন্যাল, বাসস্ট্যান্ড, রেলস্টেশন সংলগ্ন জায়গা এর জন্য ভালো অপশন হতে পারে।

কোন কোন আইটেম রাখতে পারেন মেনুতে?

ফাস্টফুড ব্যবসার মূল বিষয় হলো—বৈচিত্র্য, স্বাদ ও গরম গরম খাবার প্রদান করা। নিচে কিছু জনপ্রিয় আইটেমের তালিকা দেওয়া হলো যার থেকে ভালো আয় সম্ভব:

  1. ভেজ ও নন-ভেজ মোমো তৈরি
  2. চাউমিন ও ফ্রাইড রাইস তৈরি
  3. বেকড রোল ও ফ্রাঙ্কি তৈরি
  4. বাটার বন, পিজ্জা, বার্গার বানাতে পারেন
  5. ফিঙ্গার চিপস, পকোরা
  6. ভেজ কাটলেট, এগ চপ বানাতে পারেন
  7. পনির বল, কর্ন চাট

আপনার মেনু যত বৈচিত্র্যময় হবে, তত বেশি গ্রাহক আকৃষ্ট হয়ে থাকবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন