Bangla News Dunia, Pallab : ফের কাছাকাছি বাংলাদেশ-পাকিস্তান। ২৩ অগাস্ট বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। গত এপ্রিলে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ। আমনার পর গত ২৭ ও ২৮ এপ্রিলেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাক বিদেশমন্ত্রীর। কিন্তু সেই সময় পহলগাম হামলা পরবর্তী পরিস্থিতিতে প্রবল চাপে ছিল পাকিস্তান। যে কোনও সময় ভারতের হামলার সম্ভাবনা দেখা যাচ্ছিল। সেকারণে সফর বাতিলে করে দেন ইশাক। এবার ইউনূস সরকারের আমন্ত্রণে তাঁর এই সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করেছে পাক বিদেশমন্ত্রক।
আরও পড়ুন : FD, RD এর থেকে বেশি সুদ ! এলআইসি জীবন লক্ষ পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য
বাংলাদেশে শেখ হাসিনার জমানায় ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্কে উল্লেখযোগ্য কোনও উন্নতি হয়নি। হাসিনার পতনের পর গত বছর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হলে দুই দেশ কাছাকাছি আসে। দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতেও পদক্ষেপ করেছে ইউনূসের প্রশাসন। এবার পাক বিদেশমন্ত্রী আসছেন বাংলাদেশ সফরে। দু’দিনের এই সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে পারেন পাক বিদেশমন্ত্রী।