Bangla News Dunia , শ্রী জয়দেব শাস্ত্রী :- বাড়ি বা বাসস্থান হল আমাদের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জিনিস। বাড়ি যে আমাদের জন্য শুধু গুরুত্বপূর্ণ তা নয়, প্রায় সবার কাছেই বাসস্থান খুব প্রিয়। আমাদের বাসস্থান যেন সম্পূর্ণ নিরাপদ হয়, সেই দিকে বিশেষ নজর প্রায় সকলেরই থাকে। নিজের বাড়ি নিরাপদ হওয়ার সাথে সাথে যাতে বাড়িতে কোন প্রকার বাস্তু দোষ না থাকে সেই দিকেও বিশেষ নজর দেওয়ার প্রয়োজন আমাদের ।
আরো পড়ুন :- এই রাশির মানুষ গুলি কম বয়সেই অধিক অর্থের মালিক হয়ে উঠতে পারেন
অনেক সময় দেখতে পাওয়া যায় নতুন বাড়ি তৈরি করার পর এবং সেই বাড়িতে বসবাস করার পর আমাদের জীবনে নানা সমস্যা সৃষ্টি হয়। নতুন বাড়ি ছাড়া পুরনো বাড়িতেও এই একই সমস্যা দেখা দিতে পারে। আর এই রকম সমস্যা তখনই আসে যখন বাড়িতে বাস্তুদোষ থাকে। বাড়িতে বাস্তুদোষ থাকার বিশেষ কিছু সঙ্কেত রয়েছে যেগুলো দেখে বোঝা যায় বাড়িতে বাস্তুদোষ রয়েছে কি না। এছাড়া বাস্তুদোষ থাকলে তার সঠিক প্রতিকার করা খুবই জরুরি। চলুন তবে সংকেত গুলির সমন্ধে জেনে নেওয়া যাক।
১. হঠাৎ করে বাড়ির সদস্যদের সঙ্গে অশুভ নানা ঘটনা ঘটতে দেখা দিলে বুঝবেন ওই বাড়িতে বাস্তু দোষ রয়েছে।
২. যদি কোনো বাড়ির সদস্যরা বার বার অসুস্থ হয়ে পড়েন, তা হলেও জানতে হবে যে বাড়িতে বাস্তুদোষ রয়েছে।
৩. বাড়িতে বাস্তুদোষ থাকার আরও একটি বড় সঙ্কেত হল, ব্যবসা খুব ভাল চলতে চলতে হঠাৎ মন্দা আসতে শুরু করা। আবার চাকরির ক্ষেত্রেও এই একই পরিবর্তন দেখঝে যেতে পারে ।
৪. এ ছাড়া দেখা যায় বাড়ির সন্তানদের মধ্যেও বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যেমন অমনোযোগী বা অন্যমনস্কতা প্রভৃতি।
৫. নতুন বাড়ি হলে তার চকচকে উজ্জ্বল ভাব খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে কি না খেয়াল রাখতে হবে। যদি উজ্জ্বলতা খুব দ্রুত নষ্ট না হয় তা হলে বুঝতে হবে যে বাড়িতে কোনো প্রকার বাস্তুদোষ নেই।
আরো পড়ুন :- পান্নার এই গুণগুলি মানুষকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————-
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।