Bangla News Dunia, Pallab : ‘ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়’। ২৪ ঘন্টার মধ্যে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! সূত্রের খবর, রাশিয়া (Russia) থেকে তেল কেনা নিয়ে ভারতের উপর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে আগামী ২৪ ঘন্টার মধ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন : WBSSC SLST ফর্ম Category Update শুরু, দেখুন সহজ উপায়
মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়। তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করলেও, আমরা ততটা করি না। তাই আমরা ২৫ শতাংশ শুল্ক মীমাংসা করেছি। কিন্তু আমার মনে হয় ২৪ ঘন্টার মধ্যে আমি তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেব, কারণ তারা রাশিয়ার তেল কিনছে। তারা যুদ্ধ যন্ত্রকে ইন্ধন জোগাচ্ছে।’
প্রসঙ্গত, গত সপ্তাহেই নয়াদিল্লি এবং মস্কো (Moscow) উভয়কেই ‘মৃত অর্থনীতি’ বলার পর ট্রাম্প তাঁর প্রতিক্রিয়া আরও তীব্র করেছেন। ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পর এবার তিনি ভারতের প্রচুর পরিমাণে রাশিয়ার তেল কেনার কথা উল্লেখ করে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছেন। গতকালই ভারতীয় পণ্যের উপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ‘ভারত কেবল বিপুল পরিমাণে রাশিয়ার তেল কিনছে না, বরং তারা কেনা তেলের অধিকাংশ বেশি লাভের জন্য খোলা বাজারে বিক্রি করছে। ইউক্রেনের কত মানুষ রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত হচ্ছে। তারা তার পরোয়া করছে না। এই কারণে, আমি ভারতের পণ্যের উপর শুল্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব।’
সম্প্রতি ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেন ট্রাম্প। রাশিয়া থেকে নয়াদিল্লির তেল আমদানিকেই এই পদক্ষেপের মূল কারণ হিসাবে উল্লেখ করা হয়। যদিও ভারতের তরফে আগেই স্পষ্ট করা হয়, দেশের জ্বালানি ক্রয়, বাজার এবং জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয়। জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়ে দেয় কেন্দ্র।
আরও পড়ুন : FD, RD এর থেকে বেশি সুদ ! এলআইসি জীবন লক্ষ পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য
আরও পড়ুন : গ্যাস , অম্বলের সেরা কিছু হোমিওপ্যাথি ঔষধ !