Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের মালদহ জেলাতে এক অভিনব উদ্যোগ দেখা গেছে, এখন থেকে Swasthya Sathi কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকলেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। একধরনের ডিজিটাল Health Sathi কার্ড চালু করা হচ্ছে, যা স্মার্টফোনে রাখা যাবে বা প্রিন্ট আউট আকারেও ব্যবহার করা যাবে। অনেক সময় দেখা যায় Swasthya Sathi Card চিপ নষ্ট হয়ে যাচ্ছে, ফলে হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসা পাওয়ায় সমস্যা হচ্ছে।
West Bengal Swasthya Sathi Card 2025
নতুন ডিজিটাল কার্ড থাকলে ব্যবহারকারী চাইলে সেটা মোবাইলে রাখতে পারবেন, এবং ইচ্ছা করলে প্রিন্ট আউটও নিতে পারবেন। এতে জরুরি সময়ে আর কোনও সমস্যায় পড়তে হবে না। মালদহ জেলার ৩৬ লক্ষ ১৬ হাজার জন Swasthya Sathi প্রকল্পের অন্তর্ভুক্ত, এর মধ্যে প্রায় ১০ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যেই কার্ড পেয়েছেন, বিশেষভাবে সুবিধা পাচ্ছেন এমন কিছু নাগরিক, যারা পরিবারের সাহায্য ছাড়াই সরকারি সেবার আওতায় চিকিৎসা নিতে পারবেন শুধুমাত্র আধার লিঙ্কড কার্ডের ভিত্তিতে।
প্রশাসনের ভূমিকা নিয়ে কি মন্তব্য?
প্রশাসনের তরফে জানানো হয়েছে, আধার কার্ডের মাধ্যমে ডিজিটাল যাচাই চালু করলে চিকিৎসা পরিষেবা আরও স্বচ্ছ ও তাড়াতাড়ি মিলবে। এতে রোগীর পরিচয় নিশ্চিত করা সহজ হবে এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাজও সহজ হবে।
স্বাস্থ্য সাথী কার্ডে এই সিদ্ধান্তের সুবিধা গুলি কী কী?
- ডিজিটাল রেকর্ড থাকার ফলে চিপ নষ্ট হলেও সমস্যা হবে না।
- হাসপাতালে তাৎক্ষণিকভাবে আধার দিয়ে কার্ড যাচাই করা যাবে।
- হারিয়ে যাওয়ার ভয় কম থাকবে, কারণ মোবাইল বা ইমেলে সহজেই রাখা যাবে।
- পরিচয়পত্রের ঘাটতির কারণে যারা এতদিন চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন, তারাও এখন সেবা পাবেন।
কী জানা জরুরি?
বর্তমানে এই আধার সংযুক্ত কার্ডের সুবিধা কেবল মালদহ জেলায় চালু হয়েছে, রাজ্যজুড়ে এই ব্যবস্থা চালু হবে কিনা সেই নিয়ে এখনও কিছু ঠিক নয়, তাই আধিকারিক বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারোর, Swasthya Sathi প্রকল্পের বাকি নিয়ম যেমন আছে, তেমনই থাকবে। শুধুমাত্র কার্ড ব্যবহারের ক্ষেত্রে এই নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
উপসংহার
মালদহ জেলায় আধার লিঙ্কড Health Sathi কার্ড চালুর মাধ্যমে প্রযুক্তিকে কাজে লাগিয়ে Swasthya Sathi প্রকল্প আরও কার্যকর ও বাস্তবমুখী হয়ে উঠছে। কার্ড হারানো, চিপ নষ্ট হওয়া বা তথ্য যাচাইয়ের সমস্যাগুলি এবার থেকে থাকবে না। এই মডেল রাজ্যের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়লে বহু মানুষ উপকৃত হবেন।
আরও পড়ুন:- কীভাবে SIP করলে বেশি রিটার্ন পাবেন ? বুঝে নিন অঙ্ক
আরও পড়ুন:- ২ কিংবা ৪ চাকা গাড়ি নিয়ে নতুন নিয়ম জারি, না মানে ৫ গুণ বেশি জরিমানা