বাজারে এলো Maruti Ertiga 2025 নতুন মডেল, মাত্র ৯৯৯৯ টাকায় ৭সিটের ফ্যামিলি কার। মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্নপূরণ!

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বড় ফ্যামিলির জন্য কম দামের মধ্যে দুর্দান্ত ফিচার যুক্ত ৭ সিটের ফ্যামিলি কার বলতে মারুতি সুজুকি এরটিগা নতুন মডেল সবচেয়ে সেরা। এবারের নতুন Maruti Ertiga 2025 মডেলটি শুধু কম দামেই নয়, সুরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ফিচারের দিক থেকে আধুনিক এবং অভিনব হতে চলেছে। মারুতি সুজুকি আরটিগা এবারের তার গ্রাহকদের নিরাপত্তার দিকটি যথেষ্ট ভালোভাবে খেয়াল রেখেছে। এই নতুন গাড়ির স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে ছটি এয়ার ব্যাগ ইনক্লুড করা হয়েছে। ৭ সিটার ফ্যামিলি Maruti Suzuki Ertiga 2025 গাড়ির বেস মডেল এই পাওয়া যাবে এই বিশেষ ফিচার। এই বছরের মধ্যে আধুনিকতায় মোড়া দুর্দান্ত ফিচার যুক্ত গাড়ির সন্ধান করে থাকলে আজকের প্রতিবেদন থেকে জেনে নিন মারুতি এরটিগা ২০২৫ সম্পর্কে।

Maruti Ertiga 2025 features efficiency

ভারতীয় গাড়ির বাজারে মারুতি সুজুকি একটি পরিচিত এবং জনপ্রিয় নাম। ২০২৫ সালের মারুতি সুজুকি এরটিগা মডেলটি আরও উন্নত ফিচারের সাথে লঞ্চ হতে চলেছে। চার চাকার গাড়ি কেনা যে কোন মানুষের জন্যই একটি স্বপ্নের বিষয়। আর স্বল্প দামে সেই স্বপ্ন পূরণের সুযোগ এবার মধ্যবিত্তদের হাতের মুঠোয়। পাশাপাশি পাওয়া যাবে উন্নত সেফটি ফিচার। আগে কেবলমাত্র প্রিমিয়াম ভেরিয়েন্টে এই ফিচারটি থাকলেও বর্তমানে এদের লো এন্ড ভ্যারিয়েন্ট অর্থাৎ বেস মডেলটিতেও এবার এই সমস্ত উন্নত ফিচার সংযুক্ত করা হয়েছে। এক কথায় বলতে গেলে, সমগ্র পরিবারের জন্যই একটি নির্ভরযোগ্য এবং নিরাপদ গাড়ি হয়ে উঠতে চলেছে Maruti Ertiga 2025.

 

 

মারুতি সুজুকি এরটিগা কেন কিনবেন?

যাদের একটু বড় পরিবার বা নিজে গাড়ি চালাতে পারেন না, এবং বাজেট কম, তাদের জন্য মারুতি সুজুকি এরটিগা সবচেয়ে সেরা বিকল্প। কারণ বর্তমানে মিড রেঞ্জের মধ্যে ৭ সিটের গাড়ির মধ্যে রয়েছে- Maruti Suzuki Ertiga, Maruti XL6, Mahendra XUV 500, XUV 700, Scorpio তবে এরটিগা বাদে প্রত্যেকটি অন রোড গাড়ির দাম প্রায় ১৫ লাখের উপরে। কেবলমাত্র এরটিগা মডেল টিই ১০-১২ লাখ টাকার মধ্যে পাওয়া যায়। আর এই দামে সেরা ফিচার্স আর কোনও গাড়িতে নেই। আর সবচেয়ে বড় সুবিধা, এই গাড়ির রিসেল ভ্যালু খুব ভালো পাওয়া যায়।

Maruti Ertiga Safety Features

যেকোনো গাড়ি কেনার সময়ে তার নিরাপত্তার বিষয়টি আগে থেকে চিন্তা করা প্রয়োজন। বিশ্বাস করে সেটি যখন চার চাকার গাড়ি হয়, তখনই অতিরিক্ত সুরক্ষা ফিচার যুক্ত গাড়ির খোঁজ করাই উচিত। তবে এবারে এই বিষয়ে দুর্দান্ত নজির রাখতে চলেছে Maruti Ertiga 2025 মডেলটি। মারুতি সুজুকি এর এই নতুন মডেলে যুক্ত রয়েছে একসাথে ছয়টি এয়ার ব্যাগ। এর ফলে শুধু ড্রাইভার বা ফ্রন্ট সিটের ব্যক্তিদের পাশাপাশি গাড়ির যাত্রী সকলেরই সুরক্ষার দিক দিয়ে যথেষ্ট মজবুত হবে।

 

 

মারুতি সুজুকি এরটিগা বৈশিষ্ট্য

✅ Maruti Ertiga 2025 মডেলটির টপ ভেরিয়েন্টে থাকবে টায়ার প্রেস এর মনিটর সিস্টেম।

✅ এর VXi এবং তার উপরের মডেলের প্রথম শাড়ির পাশাপাশি দ্বিতীয় সারির জন্যেও থাকবে দুটি USB-C ফাস্ট চার্জার। এর পাশাপাশি এর দ্বিতীয় সারির জন্য পেয়ে যাবেন AC ভেন্ট এর সুবিধা।

 

 

✅ মডেলটির তৃতীয় সারিতেও থাকবে AC রেন্ট এবং অ্যাডজাস্টেবল ফ্যানের সুযোগ সুবিধা। অপরদিকে এই মডেলের ZXi এবং ZXi+ মডেলের তৃতীয় সারিতেও পাবেন দুটি USB-C ফাস্ট চার্জিং সাপোর্ট।

✅ এর পাশাপাশি 3-পয়েন্ট সিটবেল্ট, এডজাস্টেবল হেড রেস্ট এবং রুফ স্পয়লারের মতো একাধিক আধুনিক ফিচার সহ কিনে নিতে পারবেন মারুতি সুজুকি এরটিগা 2025 মডেলটি।

Maruti Ertiga 2025 এর ইঞ্জিন

মারুতি সুজুকি এরটিগা ২০২৫ মডেলটি ভারতীয় বড় পরিবারের জন্য একেবারেই আধুনিক অপশন। অনেক দূরযাত্রার জন্য এই মডেলে থাকছে 102 PS শক্তি এবং 139 Nm পিক টর্ক জেনারেট এর ক্ষমতা সম্পন্ন 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন। পরিবেশ সচেতনতার কথা ভাবলে এই মডেলের CNG ভেরিয়েন্টটি বেছে নেওয়া যেতে পারে। এই মডেলের CNG বিকল্পে 99 PS শক্তি এবং 122 Nm টর্ক জেনারেট পাওয়ার সংযুক্ত করা হয়েছে। এই MPV-তে 5-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন বা 6-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের অপশন পাওয়া যাবে।

মারুতি সুজুকি এরটিগা এর দাম

দুর্দান্ত এই চার চাকার গাড়িটি একাধিক আধুনিক ফিচার সংযুক্ত হওয়ার কারণে এর দাম (Maruti Ertiga 2025 on road price) কিছুটা বৃদ্ধি পেলেও এটি আধুনিক ফিচার এবং গোটা পরিবারের নিরাপত্তার দিক থেকে একেবারে ফার্স্ট ক্লাস মডেল হতে চলেছে। ইতিমধ্যেই মারুতি সুজুকি এরটিগা 2025 মডেলটি লঞ্চ হয়েছে ভারতীয় বাজারে। এই মডেলের বেস ভেরিয়েন্টটির এক্স শোরুম মূল্য রয়েছে ৯,১১, ৫০০ টাকা। সহর অনুসারে এই গাড়িটি ১১ থেকে ১২ লাখের মধ্যে সাজিয়ে গুছিয়ে সমস্ত ট্যাক্স দিয়ে ঘরে আনা যায়। ৭ সিটার গাড়ির পাশাপাশি একাধিক ফিচার ও নিরাপত্তা ফেসিলিটি যুক্ত স্মার্ট গাড়ি হিসাবে এই দাম মোটেও খুব বেশি নয়।

 

Maruti Ertiga 2025 finance details

আপনার কাছে গাড়ি কেনার মতো পর্যাপ্ত টাকা না থাকলেও এই গাড়িটি কিনতে পারবেন। মারুতি সুজুকি যেকোনো ব্যাংকের সাথে খুব সহজেই লোনে গাড়ি বিক্রয় করে থাকে। গ্রাহকের সিবিল স্কোর ও আয়ের উপরে যদিও লোনের ইএমআই, সুদের হার, ডাউন পেমেন্ট নির্ভর করে, তবে একটা প্রাথমিক ধারনা দেওয়া যাক। মারুতি সুজুকি এরটিগা গাড়িটি ১৩৫০০০ টাকা ডাউন পেমেন্ট ও মাসে ১০০০০ থেকে ১২০০০ টাকার মধ্যে ইএমআই এর মাধ্যমে কেনা যায়।

 

উপসংহার

মধ্যবিত্ত ভারতীয় পরিবারের চার চাকার গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবে মারুতি সুজুকি MPV Ertiga 2025 মডেলটি। ড্রাইভার সহ মোট ৭ জনের বসার জায়গা, অতিরিক্ত নিরাপত্তা ফেসিলিটি এবং প্রতিটি সারির সিটের জন্য একাধিক সুযোগ-সুবিধা এই গাড়ীটিকে আরো বেশি লাভজনক করে তুলেছে। তাই এই বছরের মধ্যেই একটি দুর্দান্ত ফ্যামিলি কার কেনার ইচ্ছা থাকলে অবশ্যই বেছে নিতে পারেন মারুতি এরটিগা ২০২৫ মডেলের গাড়িটিকে।

আরও পড়ুন:- কীভাবে SIP করলে বেশি রিটার্ন পাবেন ? বুঝে নিন অঙ্ক

আরও পড়ুন:- ২ কিংবা ৪ চাকা গাড়ি নিয়ে নতুন নিয়ম জারি, না মানে ৫ গুণ বেশি জরিমানা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন