Bangla News Dunia, Pallab : ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোয় কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত (India On Us Tariff Hike)। ভারতের তরফে এই শুল্ক বৃদ্ধিকে ‘অনায্য ও অযৌক্তিক’ বলে জানানো হয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে, জাতীয় স্বার্থ রক্ষায় ভারত সবরকম পদক্ষেপ নেবে।
আরও পড়ুন : মাসিক ঘরে বসে পাবেন 10,000 টাকা ! তাও আবার ভারত সরকারের অনুমোদনে
কিছুদিন আগেই ভারতীয় পণ্যের উপ একতরফা ভাবে ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ১ আগস্ট থেকে সেই শুল্কবৃদ্ধি কার্যকরও হয়েছে। রাশিয়া থেকে ভারতের তেল কেনাকেই এর অন্যতম কারণ হিসেবে জানিয়েছিল মার্কিন প্রশাসন। ভারতের অর্থনীতিকে ‘মৃত অর্থনীতি’ বলেও তোপ দাগেন তিনি। সেই সময়েই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন রাশিয়া থেকে তেল কেনার জন্য ‘পেনাল্টি’ দিতে হবে ভারতকে। বুধবার সেই পেনাল্টি হিসেবে আরও ২৫ শতাংশ শুল্ক চাপালেন। সব মিলিয়ে ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক গিয়ে দাঁড়াল ৫০ শতাংশ। এদিনই শুল্কবৃদ্ধি সংক্রান্ত এক্সিকিউটিভ অর্ঢারে সই করেছেন ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
ট্রাম্প প্রশাসন সূত্রে জানা গেছে নতুন এই শুল্ক কার্যকর হবে ২১ দিন পর অর্থাৎ ২৭ আগস্ট থেকে। উল্লেখ্য গতকালই ২৪ ঘন্টার মধ্যে ভারতের উপর শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি।