ট্রাম্পের ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্তে প্রভাব ফেলবে দেশের জিডিপি গ্রোথে? কি জানাল রিজ়ার্ভ ব্যাঙ্ক ? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তিন দিন ধরে মুদ্রানীতি কমিটির বৈঠকের পর রেপো রেট অপরিবর্তিত রাখল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর পাশাপাশি দেশের অর্থনীতির জিডিপি গ্রোথ এবং মুদ্রাস্ফীতি কতটা হতে পারে, সাংবাদিক সম্মেলনে তার আভাস দিয়েছেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা।

২০২৫-২০২৬ অর্থবর্ষে জিডিপি গ্রোথ হতে পারে ৬.৫ শতাংশ। আগেই এ কথা জানিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। এর পর ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং ট্রাম্পের চাপানো ট্যারিফের জেরে বাণিজ্যের পরিস্থিতি অস্থির হয়ে ওঠার আশঙ্কা বাড়ছিল। কিন্তু সেই পরিস্থিতিতেও অগস্টে মুদ্রানীতি কমিটির বৈঠকের পর জিডিপি গ্রোথের হার অপরিবর্তিত রেখেছে আরবিআই। চলতি অর্থবর্ষের কোন কোয়ার্টারে কত জিডিপি গ্রোথ হতে পারে, সে তথ্যও জানানো হয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্কের তরফে।

২০২৬ অর্থবর্ষের প্রথম কোয়ার্টার: ৬.৫ শতাংশ

২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টার: ৬.৭ শতাংশ

২০২৬ অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টার: ৬.৬ শতাংশ

২০২৬ অর্থবর্ষের চতুর্থ কোয়ার্টার: ৬.৩ শতাংশ

২০২৭ অর্থবর্ষের প্রথম কোয়ার্টার: ৬.৬ শতাংশ

জিডিপি গ্রোথের পাশাপাশি চলতি অর্থবর্ষে মুদ্রীস্ফীতির হার কমার আশা রেখেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। এর আগে আরবিআই জানিয়েছিল সিপিআই ইনফ্লাশন হতে পারে ৩.৭ শতাংশ। বুধবার তা কমিয়ে ৩.১ শতাংশ করা হয়েছে। চলতি অর্থবর্ষের কোন কোয়ার্টারে সিপিআই ইনফ্লাশনের কী পরিবর্তন হতে পারে তাও জানানো হয়েছে।

২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টার: ৩.৪ শতাংশ থেকে কমে ২.১ শতাংশ

২০২৬ অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টার: ৩.৯ শতাংশ থেকে কমে ৩.১ শতাংশ

২০২৬ অর্থবর্ষের চতুর্থ কোয়ার্টার: ৪.৪ শতাংশ (অপরিবর্তিত)

২০২৭ অর্থবর্ষের প্রথম কোয়ার্টার: ৪.৯ শতাংশ

আরও পড়ুন:- বাজারে এলো Maruti Ertiga 2025 নতুন মডেল, মাত্র ৯৯৯৯ টাকায় ৭সিটের ফ্যামিলি কার। মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্নপূরণ!

আরও পড়ুন:- আগামী বছরেই PAN 2.0 আসছে, প্যান কার্ডে বড়সড় বদল? জানুন বিস্তারিত তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন