রাশিয়া সফরে ট্রাম্পের দূত ! বৈঠক করলেন পুতিনের সঙ্গে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , Pallab  : রাশিয়ার (Russia) ইউক্রেন (Ukraine) আক্রমণ করা নিয়ে আমরিকার সঙ্গে টানাপোড়েন চলছেই। সেই আবহে এবার মস্কোয় গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (Steve Witkoff)।

আরও পড়ুন : মাসিক ঘরে বসে পাবেন 10,000 টাকা ! তাও আবার ভারত সরকারের অনুমোদনে

ক্রেমলিনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার তিন ঘণ্টার বেশি সময় ধরে ওই বৈঠকে পুতিনের সহকারী ইউরি উশাকোভও (Yuri Ushakov) উপস্থিত ছিলেন।

বেশ কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প (Donald Trump) ভারত ও রাশিয়ার অর্থনীতিকে ‘মৃত’ বলে কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন, ভারত রাশিয়ার সঙ্গে কী চুক্তি করছে তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। কারণ তাদের অর্থনীতি মৃত।

ট্রাম্পের এমন মন্তব্যের পরে প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ (Dmitry Medvedev) আমেরিকাকে নিশানা করে বলছিলেন, ‘যাদের মৃত বলা হচ্ছে, তাদের ডেড হ্যান্ড থেকে বিপদকে উপেক্ষা করা যাবে না।

এরপর ট্রাম্প রাশিয়ার জলসীমার কাছে পরমাণু অস্ত্রবাহী দু’টি ডুবোজাহাজ পাঠানোর কথা জানান। কারণ হিসাবে তিনি জানান, রাশিয়ার এমন মন্তব্য প্ররোচনামূলক। তাই আমরা পদক্ষেপ নিয়েছি।

কী এই ডেড হ্যান্ড? এটি এমন একটি স্বয়ংক্রিয় পরমাণু প্রত্যাঘাতের পদ্ধতি যা আশির দশকে সোভিয়েত ইউনিয়নের জমানায় গড়ে তোলা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল, যদি কোনও পরমাণু শক্তিধর প্রতিপক্ষ প্রথম আঘাতে সোভিয়েতের কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল ধ্বংস করে দেয় তবুও স্বয়ংক্রিয় ভাবে প্রত্যাঘাত করতে পারবে মস্কোর এই পরমাণু ক্ষেপণাস্ত্র।

এদিকে দুই দেশের সংঘাতের আবহে ট্রাম্পের বিশেষ দূতের মস্কো সফর এবং পুতিনের সঙ্গে বৈঠক কতটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে সেটাই এখন দেখার।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন