Bangla News Dunia, Pallab : ‘এক্তিয়ার বহির্ভূত কাজ করছে নির্বাচন কমিশন’, বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই তোপ দাগলেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : মাসিক ঘরে বসে পাবেন 10,000 টাকা ! তাও আবার ভারত সরকারের অনুমোদনে
ডায়মন্ড হারবারের সাংসদের বক্তব্য, বাংলায় নির্বাচনের এখনও প্রায় ১০-১১ মাস দেরি। কিন্তু ভোটের আগে থেকেই রাজ্যকে কাজ করতে দিচ্ছে না নির্বাচন কমিশন। কার্যত এক্তিয়ার বহির্ভূত কাজ করছে তারা। নির্লজ্জ ভূমিকা কমিশনের। আর এর ফায়দা পাচ্ছে বিজেপি। অভিষেকের কথায়, ‘বিজেপি নির্বাচন কমিশনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, এমনকি বিচারব্যবস্থাকেও লাগাচ্ছে। আর বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার চেষ্টা করছে।’
তাঁর সংযোজন, ‘সন্দেশখালি থেকে শুরু করে আরজি কর কাণ্ড, লাগাতার বাংলাকে বদনাম করার চেষ্টা করেছে বিজেপি। আগেও যারা বাংলাকে বদনাম করতে গিয়েছিল, তারা জবাব পেয়েছে। আগামী দিনেও পাবে।’ তৃণমূলের লোকসভার দলনেতার কটাক্ষ, ‘প্রত্যেকে ভুল থেকে শিক্ষা নেয়। কিন্তু ২০২১ বা ২০২৪-এর ভোটের পরও বিজেপি শিক্ষা নেয়নি।’
এদিন জলজীবন প্রকল্প ইস্যুতেও কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন অভিষেক। তিনি দাবি করেন, কেন্দ্র পানীয় জল প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে।