হিরোশিমা থেকে শিক্ষা নেননি রাষ্ট্রনেতারা !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : হিরোশিমায় (Hiroshima) পরমাণু হামলা (Nuclear Attack) থেকে বিশ্ব আদৌ কোনও শিক্ষা নিয়েছে? চারদিকে যুদ্ধোন্মাদনার মধ্যে এই প্রশ্নই তুললেন হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই (Kazumi Matsui)। পাশাপাশি পরমাণু অস্ত্র পুরোপুরি বর্জনের আর্জিও জানান বিশ্বনেতাদের কাছে।

আরও পড়ুন : মাসিক ঘরে বসে পাবেন 10,000 টাকা ! তাও আবার ভারত সরকারের অনুমোদনে

বুধবার জাপানের হিরোশিমা সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে ইতিহাসে প্রথম পরমাণু হামলার ৮০তম বার্ষিকী। এই উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণসভায় হিরোশিমার মেয়র তাবড় রাষ্ট্রনেতাদের উদ্দেশে পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়ে বলেন, ‘পরমাণু অস্ত্র মজুত নয়, বরং তাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করা হোক।’ এদিন সকাল ৮টা ১৫ মিনিটে নীরবতা পালন করে পরমাণু হামলার বলি মানুষদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানানো হয়। ১৯৪৫ সালের ১৬ অগাস্ট সকালে ঠিক ওই সময়েই আমেরিকার ছোড়া পরমাণু বোমা আছড়ে পড়েছিল হিরোশিমায়।

শান্তি স্মৃতিসৌধ প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির ছিলেন হিরোশিমার বাসিন্দা ও বোমা হামলার পরেও জীবিত প্রত্যক্ষদর্শীরা ছাড়াও বিশ্বের ১২০টি দেশের প্রতিনিধিরা। মাতসুই বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের লাগাতার যুদ্ধ পরিস্থিতি আবারও প্রমাণ করছে যে, বিশ্ব আজও ইতিহাসের ভয়ংকর শিক্ষা ভুলে গিয়ে পরমাণু অস্ত্রের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলছে। তাঁর কথায়, ‘এমন প্রবণতা শুধু অতীতের মর্মান্তিক অভিজ্ঞতাকে অগ্রাহ্যই করছে না, বরং বিশ্বশান্তি প্রতিষ্ঠার দীর্ঘ প্রচেষ্টাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।’ বিশেষ করে তরুণ প্রজন্মকে এই বিষয়ে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘পরমাণু অস্ত্রকে মেনে নেওয়ার অর্থ ভবিষ্যৎ প্রজন্মকে এক ভয়াবহ বিপদের মুখে ফেলে দেওয়া।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন