ভারতের উপরে এ বার ‘সেকেন্ডারি স্যাংশন’ চাপানোর হুমকি ট্রাম্পের, কি এই ‘সেকেন্ডারি স্যাংশন’ ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের উপরে এ বার ‘সেকেন্ডারি স্যাংশন’ চাপানোর হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোজা কথায়, পরোক্ষ নিষেধাজ্ঞা বসতে চলেছে। ২৫ শতাংশ ট্যারিফ চাপিয়েছিলেন আগেই। বুধবার অতিরিক্ত ২৫ শতাংশ ট্যারিফের ঘোষণা করেন। তার কয়েক ঘণ্টার মধ্যে বলে দিলেন সেকেন্ডারি স্যাংশন চাপানোর কথা।

ভারতের উপরে ট্যারিফ চাপানোর পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, চিন, তুরস্কের মতো দেশও রাশিয়ার থেকে তেল কেনে, তাহলে কেন শুধু ভারতের উপরেই অতিরিক্ত ট্যারিফ চাপানো হলো? জবাবে ট্রাম্প বলেন, ‘সবে তো আট ঘণ্টা কেটেছে। দেখুন না এর পরে কী হয়। আপনারা এখনও অনেক কিছু দেখতে পাবেন। আরও অনেক সেকেন্ডারি স্যাংশন বসতে চলেছে।’

আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার ইচ্ছা রয়েছে ট্রাম্পের। এমনই পরিকল্পনা করেছেন তিনি। তবে পুতিন এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি। সেই বৈঠক যদি হয়, পুতিন যদি যুদ্ধবিরতিতে রাজি হন, তাহলে ভারতের উপর থেকে অতিরিক্ত ট্যারিফ তুলে নেওয়ার কোনও সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নের জবাবে আমেরিকার প্রেসিডেন্টের সংক্ষিপ্ত উত্তর, ‘সেটা পরে ঠিক করব।’

রাতেই অতিরিক্ত ট্যারিফের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে বলেছে, ‘অন্যায্য, অযৌক্তিক এবং সম্পূর্ণ অবিবেচকের মতো সিদ্ধান্ত। ভারত আগেও একাধিকবার স্পষ্ট করে দিয়েছে, বাজার পরিস্থিতি এবং ১৪০ কোটি ভারতবাসীর জ্বালানি নিরাপত্তার কথা মাথায় রেখেই রাশিয়া থেকে তেল আমদানি করা হয়।’

তবে ট্রাম্প এই সব শুনতে নারাজ। তিনি জানিয়ে দিয়েছেন, সেকেন্ডারি স্যাংশনে রাশিয়ার উপরে চাপ বাড়ানোই উদ্দেশ্য।

চিনের উপরেও একই ধরনের ট্যারিফ চাপানোর ইঙ্গিত এ দিন দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘হতে পারে। এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা ভারতের ক্ষেত্রে করেছি। আরও কয়েকটি দেশের উপরেও ট্যারিফ চাপানো হবে। তার মধ্যে চিনও থাকতে পারে।’ প্রসঙ্গত, ট্যারিফ নিয়ে টানাপড়েনের মধ্যে গত সাত বছরে প্রথমবার চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর চিনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (SCO) সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন:- বাজারে এলো Maruti Ertiga 2025 নতুন মডেল, মাত্র ৯৯৯৯ টাকায় ৭সিটের ফ্যামিলি কার। মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্নপূরণ!

আরও পড়ুন:- আগামী বছরেই PAN 2.0 আসছে, প্যান কার্ডে বড়সড় বদল? জানুন বিস্তারিত তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন