Bangla News Dunia, Pallab : একের পর এক শুল্ক বানে ভারতকে বিদ্ধ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পর ফের বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে দিল্লি যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশ্ন, ‘ট্রাম্পের হয়ে কে প্রচার করেছিল?’।
আরও পড়ুন : মাসিক ঘরে বসে পাবেন 10,000 টাকা ! তাও আবার ভারত সরকারের অনুমোদনে
লোকসভায় তৃণমূলের দলনেতার দায়িত্ব গ্রহণ করতে এদিন দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুল্ক ইস্যুতে কার্যত খোঁচা দিয়ে তৃণমূল সাংসদের বক্তব্য, ‘এই নিয়ে আমাদের প্রশ্ন করা উচিত নয়। যাদের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি রয়েছে, তাঁদের গিয়ে প্রশ্ন করতে হবে।’ অভিষেকের প্রশ্ন, ‘কোথায় গেল ৫৬ ইঞ্চির ছাতি?’ শুল্ক ইস্যুতে ভারত সরকারের কড়াভাবে মোকাবিলা করা উচিৎ বলেও মনে করেন তৃণমূল নেতা।
প্রসঙ্গত, গতকালই মার্কিন প্রেসিডেন্ট (US President) জানিয়েছেন ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। পালটা কড়া বার্তাও দিয়েছেন মোদি। তিনি জানান, ভারত কখনই তার কৃষক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না।