Bangla News Dunia, Pallab : অনাহার, অপুষ্টি, জ্বালানি সংকট, সব মিলিয়ে বিপর্যস্ত গাজা (Gaza)। বাড়ি বা ত্রাণশিবির ছেড়ে রাস্তায় বের হওয়াই এখন বিপদ হয়ে দাঁড়িয়েছে সেখানকার বাসিন্দাদের কাছে। খাবার বা বাঁচার জন্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে আর বেঁচে ফিরে আসবেন কিনা জানেন না তাঁরা। রাফা হোক বা খান ইউনিস- গাজার প্রায় সর্বত্র একই ছবি। এই পরিস্থিতিতে সেখানে ইজরায়েলি হানায় নতুন করে মৃত্যু হয়েছে ৪৪ জনের! এমনটাই খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে।
আরও পড়ুন : মাসিক ঘরে বসে পাবেন 10,000 টাকা ! তাও আবার ভারত সরকারের অনুমোদনে
বিভিন্ন প্রতিবেদনে প্রায় প্রতিদিনই গাজার মর্মান্তিক অবস্থার কথা তুলে ধরা হচ্ছে। ইজরায়েল (Israel) এবং প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের (Hamas) সংঘাতে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। গাজায় ভেঙে পড়েছে অর্থনীতি। দিনের পর দিন হাহাকার বাড়ছে। অনাহার, জ্বালানি সংকট গাজার করুণ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জও। এর আগেও ইজরায়েলের হামলা এবং মানবিক সাহায্য বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা বারবার করেছে রাষ্ট্রপুঞ্জ।