Bangla News Dunia, Pallab : শীঘ্রই বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Trump-Putin)। বুধবার মস্কোয় গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সেখানেই দুই রাষ্ট্রনেতার বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন : মাসিক ঘরে বসে পাবেন 10,000 টাকা ! তাও আবার ভারত সরকারের অনুমোদনে
প্রসঙ্গত, তিনবছরের বেশি সময় ধরে চলতে থাকা ইউক্রেন-রাশিয়া (Ukraine-Russia) যুদ্ধ থামাতে চেয়ে বেশ কয়েকবার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট (US President)। বারবার বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতই না। গত ১৪ জুলাই কিভের সঙ্গে শান্তি সমঝোতায় আসার জন্য মস্কোকে ৫০ দিনের সময় দিয়েছিলেন ট্রাম্প। এই সময়ের মধ্যে যুদ্ধ না থামলে রাশিয়ার বাণিজ্যিক বন্ধুদের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তারপর ২৮ জুলাই ট্রাম্প নিজেই নিজের দেওয়া সময়সীমা ‘লঙ্ঘন’ করেন!
তবে এবার যুদ্ধ থামানোর লক্ষ্যে আলোচনায় বসতে পারেন ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘শীঘ্রই আমাদের বৈঠক হতে পারে, সেই সম্ভাবনা ভালোমত রয়েছে।’ জানা গিয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে ইতিমধ্যেই পুতিনের বৈঠক হয়েছে। সম্ভবত সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার পুতিন-ট্রাম্প বৈঠক হবে। বৈঠকের পরই জেলেনস্কিকে সঙ্গে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে।