Bangla News Dunia , দীনেশ দেব :- মুকুল রায়ের তৃণমুলে প্রত্যাবর্তনের পরেই বিজেপি থেকে বেশ কিছু বিজেপি নেতা তৃণমুলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। দুই দিন আগেই মুকুল রায়ের তরফ থেকে ৩৫ জন বড় বিজেপি নেতার নামের তালিকা অভিষেক ব্যানার্জীর কাছে জমা পড়েছে। এর মধ্যেই একটু বেসুরো হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়। এমনকি পার্থ বাবুর মায়ের অন্তিমসংস্কারে গেছিলেন রাজীব।
এইদিন দিলীপ বাবুর কাছে রাজীবের দলবদল প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন , ” দলবদল এখন একটি স্বাভাবিক ব্যাপার। তবে এবার একটু বেশি দলবদল হচ্ছে। তবে কে কোথায় গেলো তাতে বিজেপির কোনো সম্পর্ক নেই। ওঁরা বিজেপির হলো কোথায়। বিজেপির না হয়েও দলবদল করছেন। আগেতো বিজেপি হতে হবে। এদের ফলে বিজেপির কিছু যায় আসে না। ”
নির্বাচনের আগে দিলীপ ঘোষই রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেছিলেন , ” রাজীবকে দলে স্বাগতম। ও ভালো ছেলে। ” কিন্তু এখন দিলীপ বাবুর এই ভালো ছেলেই হয়তো দিলীপ বাবুকে ছেড়ে যেতে পারে। অথাৎ আবার প্রত্যাবর্তন করতে পারে তৃণমুলে।
আরো পড়ুন :- ” এক বিশ্ব এক স্বাস্থ্যে ” জি -৭ সম্মেলনে আবেদন মোদির , সমর্থন জার্মানির
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- আম খাচ্ছেন , কিন্তু সঠিক পদ্ধতি মানছেন তো ?