বেকার যুবক-যুবতীদের টাকা দিচ্ছে রাজ্য সরকার ! ব্যবসা শুরু করতে পারবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : বেকার যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকারের অভিনব প্রয়াস। এবার নিজের চেষ্টায় ব্যবসা শুরু করার জন্য বিজনেস লোন (Business Loan) পাবেন আপনিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই রাজ্যের যুবক-যুবতীদের জন্য চালু করেছেন এমনই একটি অভিনব প্রকল্প। যে প্রকল্পের হাত ধরে নিজের পায়ে দাঁড়াতে পারবেন আপনিও। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান সৃষ্টির জন্য এই স্কিম দারুন কার্যকরী হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন : বড় পদক্ষেপের পথে কেন্দ্র, রান্নার গ্যাসের দাম কমবে অনেকটাই

Government Business Loan Application

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই রাজ্যের সকল মানুষের জন্য নানান ধরনের প্রকল্প চালু করেছেন বিগত কয়েক বছরে। তেমনি একটি প্রকল্প আছে যাতে আবেদন করলে সরকারি তরফে লোনের (Government Loan) সুবিধা পাওয়া যায়। সেই লোনের টাকায় আপনি নিজের ব্যবসা শুরু করতে পারবেন। স্বাধীনভাবে ইনকাম করে সেই লোনের (Business Loan) টাকা মিটিয়ে দিতে পারবেন।

ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্প কী?

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হওয়া একটি উল্লেখযোগ্য প্রকল্প এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Bhabishyat Credit Card Scheme). অনেক যুবক-যুবতী আছেন যারা এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পাচ্ছেন আর নিজেদের জীবনে স্বাবলম্বী করে তুলেছেন। বর্তমানে চাকরির বাজারে নিত্য প্রতিযোগিতা।

তাই প্রচুর মানুষ চাইছেন নিজেদের ব্যবসা শুরু করতে। তবে ব্যবসা শুরু করার জন্য দরকার মূলধন আর মূলধনের জন্য দরকার লোন। চাকরির বাজারে নানারকম চ্যালেঞ্জের মাঝেই রাজ্য সরকারের এই প্রকল্পটি গড়ে তোলা হয়েছে স্বনির্ভরতা, স্টার্টআপ এবং আত্মনির্ভর যুব সমাজ গড়ে তোলার লক্ষ্যে।

আরও পড়ুন : মাসিক ঘরে বসে পাবেন 10,000 টাকা ! তাও আবার ভারত সরকারের অনুমোদনে

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন