দীর্ঘ ৩৫ বছরের লড়াইয়ে ইতি! হোয়াইট হাউসে শান্তি চুক্তি করল এই দুই দেশ   

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দীর্ঘ ৩৫ বছরের লড়াইয়ে ইতি। শান্তি চুক্তি হয়ে গেল আর্মেনিয়া ও আজারবাইজানের। হোয়াইট হাউসে শান্তি চুক্তি করিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা করলেন,   “দীর্ঘ ৩৫ বছর ধরে ওরা লড়ছিল, এখন ওরা বন্ধু। আর এই বন্ধুত্ব অটুট থাকবে।” এদিন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনায়ান দুজনে করমর্দন করলেন। সেই সঙ্গে শান্তি চুক্তির জন্য তাঁরা উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্পের।

এক্স হ্যান্ডলে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “আর্মেনিয়া-আজারবাইজান ৩৫ বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল। যার জেরে প্রাণ গিয়েছে দুই দেশের হাজার হাজার সাধারণ নাগরিকের। অথচ এই যুদ্ধ থামাতে অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু কেউ সফল হননি। অবশেষে আমরা সফল হলাম।” ট্রাম্প আরও জানান, “আমেরিকা এই দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করবে। যাতে দুই দেশের আর্থিক উন্নতি ঘটে ও সঠিক সুযোগ পায়। আমরা সর্বোচ্চ স্তরে দক্ষিণ ককেশাসকে ব্যবহার করতে সক্ষম হব। আজারবাইজান ও আর্মেনিয়ার নেতাদের জন্য আমি গর্বিত। ওনারা নিজেদের দেশের নাগরিকদের জন্য একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন।”

প্রসঙ্গত, এর আগেও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতি করিয়েছেন তিনি। এমনকী, সংঘর্ষবিরতি করিয়েছেন কঙ্গো ও রুয়ান্ডা, ইরান ও ইজরায়েলের মধ্যে। তবে ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছে ভারত। হামস-ইজরায়েল ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামানোর চেষ্টা করলেও তাতে বিশেষ ফল হয়নি ট্রাম্প।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন