Bangla News Dunia, Pallab : আরজি কর কাণ্ডের ন্যায়বিচারের দাবিতে নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সাঁতরাগাছি। অভিযান রুখতে অনেক আগে থেকেই তৎপর ছিল পুলিশ। ব্যারিকেড দিয়ে আন্দোলন আটকানোর চেষ্টা করলে উত্তপ্ত হয়ে উঠে নবান্ন চত্বর থেকে সাঁতরাগাছি। প্রতিবাদীরা সেই ব্যারিকেড সরাতেই শুরু হয় পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি। প্রতিবাদীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করে। রণক্ষেত্রের আকার নেয় গোটা এলাকা।
আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়
এদিন ধর্মতলা থেকে শুরু করে নবান্ন চত্বর, সাঁতরাগাছিতে (Santragachi) ব্যারিকেড দিয়ে আন্দোলন আটকানোর ব্যবস্থা করা হয়েছে। ব্যারিকেড টপকে প্রতিবাদীরা নবান্নর উদ্দেশে যাওয়ার চেষ্টা করে। ইট দিয়ে আঘাত করে সাঁতরাগাছির পুলিশি ব্যারিকেডের ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। ‘দফা একা, দাবি এক – মমতার পদত্যাগ’, এই স্লোগান দিয়ে পুলিশকে লক্ষ্য করে কাচের বোতল, প্ল্যাকার্ড সব ছোড়ার ঘটনাও ঘটে। সবমিলিয়ে সরগরম সাঁতরাগাছি। সব মিলিয়ে এখনও পর্যন্ত শতাধিক আন্দোলনকারী আহত হওয়ার খবর মিলেছে।
বিস্তারিত আসছে…
আরও পড়ুন : বড় পদক্ষেপের পথে কেন্দ্র, রান্নার গ্যাসের দাম কমবে অনেকটাই
আরও পড়ুন : মাসিক ঘরে বসে পাবেন 10,000 টাকা ! তাও আবার ভারত সরকারের অনুমোদনে