মাত্র ১১ টাকায় আনলিমিটেট ফ্রী দিচ্ছে জিও, হাতছাড়া না করে দেখে নিন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab :  বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট ছাড়াই সকলেই প্রায় অচল। যদিও প্রথমদিকে ইন্টারনেট সুবিধা দেওয়া হতো একদম বিনামূল্যে তবে ক্ষনে ক্ষনে বিভিন্ন রিচার্জ প্ল্যান নিয়ে এসে গ্রাহকদের জন্য সীমাবদ্ধ করে দিয়েছে। গত কিছুদিন আগে ফের একবার নতুন করে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জের টাকা বৃদ্ধি করে। যার ফলে অনেকে ও প্রকাশ করলেও কোম্পানি গুলির তরফ থেকে কোন সাড়া দেওয়া হয়নি। তবে এবার ফের ইন্টারনেট চালানো খুবই সহজ করে দিচ্ছে ভারতের এক টেলিকম সংস্থা। এবার জলের দলে ইন্টারনেট পরিষেবা দিতে চলেছে এই টেলিকম সংস্থাটি।

আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়

Jio-র ১১ টাকার প্ল্যানের বিশেষত্ব

জিওর এই ১১ টাকার প্ল্যান মূলত তাদের প্রিপেইড গ্রাহকদের জন্য ধামাকাদার হতে চলেছে। এর মাধ্যমে গ্রাহকরা পাবেন হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ সম্পূর্ণ ফ্রী, যেখানে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সর্বাধিক দৈনিক ১০ জিবি ডেটা ব্যবহার করা যাবে।

প্ল্যানের মূল বৈশিষ্ট্য

বৈশিষ্ট্য বিস্তারিত বিবরণ
মূল্য ₹11 টাকা
ডেটা লিমিট সর্বাধিক 10 GB (হাই-স্পিড)
গতি ডেটা শেষ হলে 64 Kbps
সময়সীমা 1 ঘন্টা পর্যন্ত
উপলব্ধতা শুধুমাত্র জিও প্রিপেইড গ্রাহকদের জন্য
ক্রয়ের মাধ্যম MyJio অ্যাপ, UPI অ্যাপ, জিও স্টোর

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন