বিশ্বজুড়ে ‘রাজ’ করছে পাকিস্তানের প্রায় ৪ কোটি ভিখারি, তাঁদের আয় জানলে চমকে যাবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাকিস্তানে মোট ২৩ কোটি জনসংখ্যা। এর মধ্যে ৩.৮ কোটি মানুষের জীবিকা হলো ভিক্ষা। হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পাকিস্তানের দৈনিক সংবাদপত্র ‘ডন’-এর একটি প্রতিবেদনে।

শুধু নিজের দেশে নয়। রীতিমতো বিদেশে ভিক্ষা করতে যান পাকিস্তানিরা। তবে আশ্চর্যের বিষয় হলো, ভিক্ষা করেই কোটি কোটি টাকা পাকিস্তানে পাঠান তাঁরা। পাক-অর্থনীতিতে তার অবদান কম নয়।

ডনের প্রতিবেদন অনুযায়ী, একজন পাকিস্তানি ভিক্ষুকের দৈনিক গড় আয় ৮৫০ পাকিস্তানি রুপি। এ বার ৩.৮ কোটি ভিক্ষুককে ধরলে ডলারে তাঁদের সম্মিলিত আয় দাঁড়াচ্ছে ১১ কোটি ২৫ লক্ষ। আমেরিকান ডলারে ধরলে এর পরিমাণ ৪২ বিলিয়ন ডলার।

৩.৮ কোটি মানুষ কিছু না করেই বছরে ৪২ বিলিয়ন ডলার আয় করছেন। এর ফলে ক্ষতি হচ্ছে দেশের বাকি মানুষের। এমনই দাবি করা হয়েছে ডনের প্রতিবেদনে। এর ফলে মুদ্রাস্ফীতি বাড়ছে।

পাকিস্তানের বিজনেস অ্যান্ড সোসাইটি সেন্টার–এর এক রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানে ভিক্ষাবৃত্তির বিশাল চাহিদা রয়েছে। এর কারণ বিশেষ কোনও ‘স্কিল’-এর দরকার পড়ে না।

ডন-এর ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিদেশে যত ভিক্ষুক বেআইনি ভাবে ধরা পড়েন, তাঁদের মধ্যে ৯০ শতাংশই পাকিস্তানি। ইরাক ও সৌদি আরব এই নিয়ে পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ পর্যন্ত জানিয়েছে।

সম্প্রতি হজ করতে গিয়ে ভিক্ষা করার অভিযোগ উঠেছিল বিশাল সংখ্যক পাকিস্তানি তীর্থযাত্রীর বিরুদ্ধে। সৌদি আরব, ইরাক ও ইরান গিয়ে তাঁরা ভিক্ষা করতেন বলে দাবি করা হয়েছে।

গত দু’বছরে সৌদি আরব ও অন্যান্য দেশ থেকে ৪৪,০০০ ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে পাকিস্তানে। এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (AHRC) জানাচ্ছে, পাকিস্তানের মোট জনসংখ্যার ২.৫ থেকে ১১ শতাংশ মানুষ জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তিতে যুক্ত।

এক্সপ্রেস ট্রিবিউন–এর তথ্য অনুযায়ী, দেশের বড় বড় শহরের রাস্তায় প্রায় ১২ লক্ষ শিশু ঘুরে বেড়ায়। তারাও প্রতক্ষ বা পরোক্ষে ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

পাকিস্তানের অর্থনীতির বেহাল দশা কারও অজানা নয়। এই নিয়ে ঢাক ঢাক গুড় গুড় নেই। প্রকাশ্যেই আলোচনা চলে। এমনকী স্বীকার করে নেন সে দেশের প্রধানমন্ত্রীও। কিন্তু সেই দেশের ভিখারিদের রোজগার যে চমকে দেওয়ার মতো হবে তা কে জানত!

আরও পড়ুন:- এক ধাক্কায় বাদ ৬৮ লক্ষ অ্যাকাউন্ট, বড় পদক্ষেপ Whatsapp-এর

আরও পড়ুন:- 26 হাজার চাকরি বাতিল মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন