পতনের বাজারেও পাঁচ ট্রেডিং সেশনেই দাম বেড়েছে এই ৮ স্টকের, দেখুন কোন কোন স্টক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শেষ ট্রেডিং সেশনে বিপুল পতনের জেরে ৮০ হাজারের নীচে নেমে গিয়েছে সেনসেক্স। নিফটি৫০ নেমেছে সাড়ে ২৪ হাজারের নীচে। কেবল শেষ ট্রেডিং সেশন নয়। গত সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনের মধ্যে তিন সেশনেই গভীর পতনের মুখোমুখি হয়েছিল দেশের শেয়ার বাজার। কিন্তু এই ডামাডোলের পরিস্থিতির মধ্যেই বেশ কয়েকটি স্টক আছে, যেগুলি টানা পাঁচ সেশনেই বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের ধারাবাহিক পারফর্ম করা এ রকমই কয়েকটি স্টকের কথা জানানো হয়েছে এই প্রতিবেদনে। এ সপ্তাহের স্টক মার্কেটে ট্রেডিং করলে এই সমস্ত স্টকে নজর রাখতে পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা।

এলিটকন ইন্টারন্যাশনাল: পতনের বাজার সবচেয়ে ধারাবাহিকতা দেখিয়েছে এই স্টক। শেষ পাঁচ ট্রেডিং সেশনে ২৭.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই স্টক। এখন এই সংস্থার প্রতি শেয়ারের দাম ২৫৯.৬৫ টাকা।

টাইমেক্স গ্রুপ ইন্ডিয়া: গত সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনেই এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে। গত সপ্তাহে ২৫.৪৮ শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ২৮৮.৮০ টাকা।

সাঙ্ঘভি মুভার্স: এই স্মল ক্যাপ স্টকও বৃদ্ধির ধারাবাহিকতা দেখিয়েছে গত সপ্তাহে। পাঁচ ট্রেডিং সেশনে ১৬.৭৬ শতাংশ বৃদ্ধির জেরে এই স্টকের দাম হয়েছে ৩০৭.৭০ টাকা।

অ্যাগ্লোকোয়ান্ট ফিনটেক: ফিনটেক সেক্টরের এই স্টক শেষ পাঁচ ট্রেডিং সেশনে বেড়েছে ১০.৬০ শতাংশ। এখন এই স্টকের দাম হয়েছে ১ হাজার ৩৩৭ টাকা।

আরআরপি সেমিকন্ডাকটর:  শেষ পাঁচ ট্রেডিং সেশনে ১০.৪ শতাংশ বেড়েছে এই স্টক। এখন এই সংস্থার প্রতি শেয়ারের দাম ৩ হাজার ৫৯২ টাকা ৫৫ পয়সা।

জিএইচভি ইনফ্রা প্রোজেক্টস: এই সংস্থার শেয়ার দর টানা পাঁচ সেশনে বেড়েছে ১০.৪ শতাংশ। এখন এই স্টকের দাম ১ হাজার ৭১০ টাকা।

ব্লু পার্ল এগ্রিভেঞ্চার: এগ্রিকালচার সেক্টরের এই স্টক ১০.৩৭ শতাংশ বেড়েছে গত সপ্তাহে। এখন এই স্টকের দাম ৯০.৪৩ টাকা।

কামিন্স ইন্ডিয়া: শেষ পাঁচ ট্রেডিং সেশনেই একটানা বেড়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই স্টক। গত সপ্তাহে ৬.৬৭ শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ৩ হাজার ৮০৭ টাকা।

(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- রেলে প্যারামেডিক্যাল পদে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন কিভাবে আবেদন করবেন

আরও পড়ুন:- বিশ্বজুড়ে ‘রাজ’ করছে পাকিস্তানের প্রায় ৪ কোটি ভিখারি, তাঁদের আয় জানলে চমকে যাবেন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন