বড় আপডেট! শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তন করে নতুন কি নাম হবে? ঠিক করলেন BJP সাংসদ সুকান্ত মজুমদার।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শিয়ালদা স্টেশনের নাম বদল করতে চায় BJP। বাংলার ঐতিহ্যবাহী এবং ব্যস্ত এই স্টেশনের নাম এবার ‘শ্যামাপ্রসাদ’ রাখতে চাইছেন BJP সাংসদ সুকান্ত মজুমদার।

রবিবার শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল ট্রেনের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এদিনের অনুষ্ঠান থেকেই সুকান্ত বড় প্রস্তাব দেন। তিনি বলেন, ‘যাঁর জন্য পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা হয়েছিল। সেই শ্যামাপ্রসাদের নামেই হওয়া উচিত শিয়ালদা স্টেশনের নাম।’

এর আগেও শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তনের রব উঠেছিল। গত বছর অক্টোবর মাসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় এসেছিলেন। সে সময়ে তাঁর কাছে শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তনের দাবি করেন BJP-র বর্তমান রাজ্য সভারতি শমীক ভট্টাচার্য। সে সময়ে তিনি বলেছিলেন, ‘মানুষের রক্তাক্ত ইতিহাস জড়িয়ে আছে। সর্বস্বান্ত হওয়া মানুষ একদিন এসে ভিড় করেছিলেন শিয়ালদা স্টেশনে। সেদিন ক্যাম্প করে শিয়ালদার আশপাশে তাঁদের আশ্রয় দেওয়া হয়েছিল। যাঁর তত্ত্বাবধানে এমনটা হয়েছিল তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই তাঁর নামেই এই রেল স্টেশনের নাম রাখা উচিত, মন্ত্রীর কাছে আর্জি রেখেছি।’ জবাবে বিষয়টি বিবেচনা করে দেখার কথা জানিয়েছিলেন রেলমন্ত্রী।

রবিবারও সেই একই কথার পুনরাবৃত্তি করে এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘এই প্রস্তাব রাজ্য সরকারের তরফ থেকে এলে রেল করতে পারে। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে উইশ করেন। তার জন্য এইটুকু তো করতেই পারেন।’

এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে শিয়ালদা স্টেশনের সরাসরি কোনও সম্পর্ক নেই। নাম দিতে হবে বলে BJP-র পছন্দ মতো নামই হবে আর সব জায়গায় শ্যামাপ্রসাদের নামই দিতে হবে এমনটা যুক্তি সংগত হতে পারে না। যাঁর সঙ্গে শিয়ালদা স্টেশনের নাম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত রয়েছে তিনি স্বামী বিবেকানন্দ। তাই প্রকৃত অর্থে কারও নাম যদি দিতে হয় তাহলে স্বামী বিবেকানন্দের নাম রাখা যেতে পারে।’

উল্লেখ্য, ২০২০ সালে কলকাতা বন্দরকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে চিহ্নিত করার কথা শহরে এসেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর কেন্দ্রীয় মন্ত্রিসভাও তাতে সিলমোহর দিয়েছিল। সেই সময়ে মোদী সরকার জানিয়েছিলেন, মানুষের আবেগের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। কলকাতা বন্দরের পর এবার শিয়ালদা স্টেশনেরও নামও শ্যামাপ্রসাদের নামে রাখার দাবি গেরুয়া শিবিরের।

আরও পড়ুন:- রেলে প্যারামেডিক্যাল পদে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন কিভাবে আবেদন করবেন

আরও পড়ুন:- বিশ্বজুড়ে ‘রাজ’ করছে পাকিস্তানের প্রায় ৪ কোটি ভিখারি, তাঁদের আয় জানলে চমকে যাবেন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন