২০২৬ থেকে বই খুলে পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের, চালু হচ্ছে নয়া নিয়ম

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : দীর্ঘ কয়েক বছর ধরে একই পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা প্রচলিত হচ্ছিল। ঠিক এ সময় শিক্ষা ব্যবস্থা নিয়ে বিরাট পরিবর্তনের মুখে রয়েছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর কর্তৃক আগামী পরীক্ষাগুলিতে খোলা বয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে চলেছে এমনটাই জানা যাচ্ছে। জানা যায় আগামী বছর অর্থাৎ 2026 সাল থেকে এই পদ্ধতি শুরু হতে চলেছে। তবে এই পরীক্ষা আপাতত কোন শ্রেণীর জন্য চালু করা হচ্ছে সে সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে শেষ পর্যন্ত পড়ুন।

আরও পড়ুন : ভারতের উত্থান সহ্য করতে পারছেন না ! ট্রাম্পকে কটাক্ষ করলেন রাজনাথ

যদিও গোটা দেশ জুড়ে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের হাওয়া বইছে। মুখস্থ নির্ভর পড়াশোনার বদলে এখন জোর দেওয়া হচ্ছে বিশ্লেষণী দক্ষতা, যুক্তি প্রয়োগ এবং বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে। এই ধারায়, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে ওপেন-বুক অ্যাসেসমেন্ট চালু করার ঘোষণা করেছে। এই পদক্ষেপ জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন (NCFSE) ২০২৩-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলে জানানো হয়েছে।

ওপেন-বুক অ্যাসেসমেন্ট কী?

সাধারণত ওপেন-বুক অ্যাসেসমেন্ট এমন একটি পরীক্ষা পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা পরীক্ষার সময় পাঠ্যবই, ক্লাস নোট বা নির্দিষ্ট রেফারেন্স বই ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে পারবেন।
এটি কেবল তথ্য মুখস্থ করার পরিবর্তে, সেই তথ্যের প্রাসঙ্গিক প্রয়োগ এবং যুক্তি দিয়ে ব্যাখ্যা করার দক্ষতাকে যাচাই করবে।

এর মূল উদ্দেশ্যগুলো হলো:

  1. মুখস্থ বিদ্যার উপর নির্ভরতা কমানো যাবে
  2. সমালোচনামূলক চিন্তাশক্তি বৃদ্ধি পাবে
  3. তথ্যের সঠিক প্রয়োগে দক্ষতা অর্জন করবে
  4. বাস্তব জীবনের পরিস্থিতিতে জ্ঞান ব্যবহার করবে

কেন এই পরিবর্তন জরুরি?

আমরা সকলে জানি, বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার ফলাফল অনেকটাই মুখস্থ করার ক্ষমতার উপর নির্ভরশীল রয়েছে। এর ফলে শিক্ষার্থীরা জ্ঞানের গভীরে যেতে পারে না এবং এমনকি বিশ্লেষণী দক্ষতাও গড়ে ওঠে না। ওপেন-বুক অ্যাসেসমেন্ট শিক্ষার্থীদেরকে শুধু উত্তর মুখস্থ করার পরিবর্তে, বিষয়বস্তুকে গভীর ভাবে বোঝা, বিশ্লেষণ করা এবং প্রয়োগ করার দিকে উৎসাহিত করে থাকবে।

আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন