Bangla News Dunia, Pallab : নতুন স্মার্টফোন কেনার প্ল্যান থাকলে আর একটুও দেরি করবেন না। Infinix GT 30 স্মার্টফোন পাওয়া যাচ্ছে একেবারে জলের দরে। সস্তায় দারুন ফিচারযুক্ত স্মার্টফোন এবার আপনার হাতের মুঠোয়। ভারতবর্ষে লঞ্চ হওয়ার পর থেকে এই কোম্পানিটি অন্যান্য স্মার্টফোন কোম্পানিগুলি সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় মেতেছে। আর এবার বিপুল স্টোরেজ ও আধুনিক ফিচারের পসরা সাজিয়ে ক্রেতাদের দুয়ারে এই নতুন স্মার্টফোনটি।
আরও পড়ুন : ভারতের উত্থান সহ্য করতে পারছেন না ! ট্রাম্পকে কটাক্ষ করলেন রাজনাথ
Infinix GT 30 Smartphone Features
আপনার বাজেটের মধ্যেই এই স্মার্টফোনটি। ভাবতেও অবাক লাগবে কতটা সস্তায় পাওয়া যাচ্ছে। সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছিল Infinix GT 30 Pro স্মার্টফোন। আর এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির নন-প্রো মডেল Infinix GT 30 পেশ হয়েছে। দুর্ধর্ষ এই গেমিং ফোনটির দাম শুরু হচ্ছে মাত্র 19,499 টাকা থেকে। তাই নিঃসন্দেহে গেমারদের জন্য এটা একটা দারুন খবর।
তবে ফোনটি কেনার আগে তার ফিচার সম্পর্কেও তো জানতে হবে। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে। এই স্মার্টফোনটি মোবাইলপ্রেমীদের মাঝে চাহিদা সৃষ্টি করবে সেটা আগের থেকেই ধারণা করা হচ্ছে। Infinix GT 30 5G ফোনটি 8GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
Infinix GT 30 Smartphone Camera
ফটোগ্রাফির জন্য এই ফোনটি দারুন কার্যকরী। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ। 64MP প্রাইমারি সেন্সর আর তার সাথে আছে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনটিতে দারুন পারফরম্যান্স দেয় তার সেলফি ও ভিডিও কলের জন্য। সেরা অভিজ্ঞতা দেওয়ার জন্য যুক্ত করা হয়েছে 13MP ফ্রন্ট ক্যামেরা। আপনি চাইলে এই ফোনটির ফ্রন্ট আর রেয়ার উভয় ক্যামেরা দিয়েই 4K কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে শুধু ক্যামেরা নয়, গেমারদের জন্যও সেরা (Gaming Phone) এই ফোনটি।
Infinix GT 30 Bettery & Display
এই ফোনে সুপারফাস্ট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে আছে 5500mAh ব্যাটারি পাওয়ার। এই ব্যাটারি সাপোর্ট করে 45W ফাস্ট চার্জিং ও 10W রিভার্স চার্জিং। এছাড়া, 144Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে আপনাকে ভালো ভিজুয়াল গ্রাফিক্স দিতে পারবে।
এই ফোনের প্রসেসর উন্নত। ব্যবহার করা হয়েছে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 প্রসেসর। আর ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে Infinix GT 30 5G ফোনে 1224 x 2720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে।
Infinix GT 30 Smartphone Price
এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। তার মধ্যে 128GB মডেলের দাম রাখা হয়েছে, 19,499 টাকা আর 256GB মডেলের দাম রাখা হয়েছে 20,999 টাকা। ফোনটি তিনটি রং কথা Pulse Green, Blade, White ও Cyber Blue কালার অপশনে বিক্রি করা হচ্ছে। আপনি যদি ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ফোনটি কেনেন তাহলে 1,500 টাকা ছাড়ে পেয়ে যাবেন।
আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়