শিবজ্ঞানে জীবসেবা ! শিবভক্তদের পায়ে ব্যথানাশক স্প্রে করে দিলেন অনুব্রত মণ্ডল

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : শ্রাবণের শেষ সোমবারে যেন ভিড় উপচে পড়ছে শিবমন্দিরগুলিতে। রবিবার রাত থেকেই দূর-দুরান্ত থেকে পায়ে হেঁটে শিবের মাথায় জল ঢালতে আসছেন ভক্তরা। আর রবিবার রাতে সেই শিবভক্তদের (Pilgrims) সেবা করতে দেখা গেল বীরভূমের তৃণমূল নেতা (Birbhum TMC leader) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। কখনও ভক্তদের পায়ে ব্যথানাশক স্প্রে (Pain Relief Spray) করেছেন, আবার কারোর হাতে তুলে দিয়েছেন ঠান্ডা জলের বোতল।

আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো

শ্রাবণের শেষ সোমবার উপলক্ষ্যে রবিবার রাত থেকেই উৎসবের আমেজ দেখা করা গিয়েছে বোলপুরের তৃণমূল কার্যালয়ে। শিবের মূর্তি বসিয়ে করা হয়েছিল প্যান্ডেল। চারিদিকে ঝলমল করছিল আলো। আর কার্যালয়ের সামনে থাকা রাস্তা দিয়ে পুণ্যার্থীরা কাঁধে বাঁক নিয়ে দীর্ঘ পথ হেঁটে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন। মূলত কঙ্কালীতলা অথবা কাটোয়ার গঙ্গা থেকে জল নিয়ে বোলপুরের শিবতলা শিব মন্দিরে যান পুণ্যার্থীরা।

কার্যালয়ের সামনে থাকা রাস্তার ধারেই চেয়ার পেতে বসেছিলেন অনুব্রত। আর ওই রাস্তা দিয়েই যেসব শিবভক্তরা বাঁক নিয়ে যাচ্ছিলেন, তাঁদের পায়েই ব্যথানাশক স্প্রে করে দেন তিনি। এখানেই শেষ নয়, অনুব্রত নিজের হাতে জলের বোতল, ফলের রস, লুচি, তরকারি তুলে দিয়েছেন পুণ্যার্থীদের হাতে। রাজনীতির ময়দানে তো সকলের পরিচিত মুখ কেষ্ট। কিন্তু এদিন যেন তাঁর এক অন্য রূপ দেখলেন পুণ্যার্থীরা।

আরও পড়ুন : ভারতের উত্থান সহ্য করতে পারছেন না ! ট্রাম্পকে কটাক্ষ করলেন রাজনাথ

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন