মুনিরের ‘পরমাণু হুমকি’তে নতি স্বীকার নয় ! পাকিস্তানকে পালটা দিল ভারত, বার্তা আমেরিকাকেও

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আমেরিকা সফরে (US) গিয়ে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)। এবার এনিয়ে মুখ খুলল ভারতও (India)। মুনিরের মন্তব্য নিয়ে পালটা বিবৃতি জারি করেছে এদেশের বিদেশমন্ত্রক। পাকিস্তানের পরমাণু হুমকির (Nuclear threat) সামনে কিছুতেই নতি স্বীকার করবে না ভারত, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি ‘বন্ধু’ দেশ আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এহেন বার্তা যে দুঃখজনক সেকথাও সাফ জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো

সোমবার বিদেশমন্ত্রকের (MEA) বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের করা মন্তব্যের আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। পরমাণু অস্ত্র নিয়ে হুমকি দেওয়া পাকিস্তানের প্রধান চালিকাশক্তি। এই ধরনের মন্তব্যে যে দায়িত্বজ্ঞানহীনতা প্রকাশ পেয়েছে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সঙ্গে যে দেশের সেনা হাত মিলিয়েছে, সেই দেশের হাতে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ থাকা নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছিল সেটাই আরও জোরদার হয়েছে।

এরপরই আমেরিকার উদ্দেশেও বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি দুঃখজনক যে এই মন্তব্যগুলি বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটিতে দাঁড়িয়ে করেছেন পাক সেনাপ্রধান। ভারত কখনই এই পরমাণু হুমকির সামনে নতি স্বীকার করবে না। আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করব।’

উল্লেখ্য, ফ্লোরিডার ট্যাম্পায় পাকিস্তানের শিল্পপতি ও সম্মানসূচক কনসাল আদনান আসাদ একটি নৈশভোজের আয়োজন করেছিলেন। তাতেই যোগ দিয়েছিলেন পাক সেনাপ্রধান মুনির। আর সেখান থেকেই পাকিস্তানকে পারমানবিক শক্তিধর দেশ বলে দাবি করে ভারতকে খোঁচা দেন তিনি। বলেন, ‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা শেষ হয়ে যাচ্ছি তাহলে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে শেষ হব।’ এমনকি ভারতের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি নিয়েও কথা বলেন। যা পহেলগাঁও হামলার পর স্থগিত করেছে ভারত। এপ্রসঙ্গে মুনির বলেন, ‘ভারত বাঁধ তৈরি করুক। আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই। বাঁধের কাজ হয়ে গেলেই ১০টি ক্ষেপণাস্ত্র মেরে তা ধ্বংস করে দেওয়া হবে। সিন্ধু নদ ভারতের পৈতিৃক সম্পত্তি নয়।’ আমেরিকায় দাঁড়িয়ে মুনিরের এহেন মন্তব্যের পরই দুই দেশকে স্পষ্ট বার্তা দিল ভারত।

আরও পড়ুন : ভারতের উত্থান সহ্য করতে পারছেন না ! ট্রাম্পকে কটাক্ষ করলেন রাজনাথ

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন