Bangla News Dunia , দীনেশ দেব :- করোনা আসার পর থেকেই মানুষের জীবন পাল্টে গেছে। এমনকি মানুষের সব কিছুই পাল্টে গেছে যেখানে বাচ্চারা প্রতিদিন স্কুলে যেতো , বাড়ির বড়োরা কাজে যেতো আর বাড়ির মহিলা যারা গৃহিনী তারা বাড়ির কাজ নখদর্পনে করতো। কিন্তু করোনার পর সব Work from Home হয়ে গেছে। এখন বাড়িতে বসেই পড়াশুনো হচ্ছে আর বাড়িতে বসেই অফিসের কাজ হচ্ছে। কিন্তু এতে অনেকে খিটখিটে হয়ে যাচ্ছে। আর আপনিও কি এই সমস্যায় ভুগছেন ?
আরো পড়ুন :- তারুণ্য ও যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত এই খাবার গুলো খান
বাড়িতে বসে একটানা কাজ করতে গিয়ে মেজাজ অনেক সময় খিটখিটে হয়ে যাচ্ছে। রাগ বেশি হলেই প্রথমে ভেবে দেখতে হবে এই রাগের কারণের তুলনায় রাগ প্রকাশ কি অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে। এবার কারণটা সঠিক ভাবে ধরে তার সমাধানের দিকে এগোতো হবে।
যখন অতিরিক্ত রেগে যাবেন তখন অথাৎ সেই সময় কোনো কাজ করা থেকে বিরত থাকুন। দরকার পড়লে আপনার বিপরীতের মানুষটিকে বলুন আপনি এখন একটু বিরতি চাইছেন। দরকার পড়লে আপনার সমস্যা নিয়ে বাড়ির সকলের সাথে আলোচনায় বসুন। দেখবেন আলোচনার মাধ্যমে ও হাসিখুশির মাধ্যমে এই খিটখিটে ভাব থেকে মুক্তি পাবেন।
আরো পড়ুন :- সাবধান , আপনি কি দাঁড়িয়ে প্রস্রাব করেন ?
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- কোনো কারণে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন ? তাহলে ভুলেও খাবেন না এই খাবার