Bangla News Dunia , অমিত রায় :- সন্দেহপ্রবণ মানসিকতা অথাৎ ঘুরিয়ে সর্বদা চিন্তা করা। আর এই সন্দেহপ্রবণ মানসিকতার কারণেই কমে যেতে পারে আপনার আয়ু। অকারণে অনেক সময়ে – অসময়ে কথায় কথায় সন্দেহ করতে দেখা যায় অনেককেই। আর গবেষকরা বলছেন এই সন্দেহপ্রবণ মানসিকতাই কমিয়ে দিতে পারে আপনার আয়ু।
সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির একদল গবেষক প্রায় ২৪০০০ মানুষের উপর এই নিয়ে গবেষণা চালায়। এই গবেষণার ফল হিসাবে দেখা যায় , যাদের সন্দেহপ্রবণতা কম তাদের হার্টের অসুখ অন্যদের তুলনায় অনেক কম। এছাড়াও তারই বেশিদিন জীবিত থাকেন। এই গবেষক দলের মতে , ইতিবাচক মানসিকতা থেকেই জীবনকে সুন্দর করে তুলে দীর্ঘায়ু হওয়া সম্বভ।
আরো পড়ুন :- কন্ডোম ব্যাবহারে আগ্রহী নয় দেশের যুব সমাজ ! বলছে সমীক্ষা
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- সাবধান , আপনি কি দাঁড়িয়ে প্রস্রাব করেন ?