লো ব্লাড প্রেশারও বিপজ্জনক, হঠাৎ প্রেশার কমে গেলে কী করবেন? জেনে রাখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রক্তচাপ বাড়লেই ভয়। এই বুঝি হৃদরোগ পিছু নিল। তাই হাইপারটেনশন নিয়ে চিন্তার শেষ নেই। কিন্তু উদ্বেগ কারণ হলো হাই ব্লাড প্রেশার নয়। রক্তচাপ আচমকা কমে গেলেও ক্ষতি। হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপও সমান বিপজ্জনক। রক্তচাপ যদি ১৪০/৯০ mmHg-এর বেশি হয়, তা হলে বুঝবেন উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। আর রক্তচাপ যদি ১১০/৬০ mmHg-এর নীচে নেমে যায়, তখন বুঝবেন লো ব্লাড প্রেশার।

উচ্চ রক্তচাপের লক্ষণ

ব্লাড প্রেশার না মাপলে রক্তচাপ ঊর্ধ্বগামী বা নিম্নগামী বোঝা যায় না। কিন্তু অধিকাংশ মানুষ অকারণে প্রেশার মাপতে নারাজ। শরীরে কোনও উপসর্গ দেখা না দিলে কেউ প্রেশার মাপতে চান না। মাথাঘোরা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, নাক দিয়ে রক্ত পড়া— এগুলো যে উচ্চ রক্তচাপের লক্ষণ, তা অনেকের জানা। এমনই লো প্রেশারেরও কিছু উপসর্গ রয়েছে।

নিম্ন রক্তচাপের উপসর্গ

কিছু কিছু মানুষের জন্মগত প্রেশার কম। অনেক সময় প্রেশার ৯০/৬০ mmHg-এ নেমে যায়, অথচ শরীরে কোনও লক্ষণ প্রকাশ পায় না। আবার কিছু ক্ষেত্রে রক্তচাপ কমে যাওয়ার ফলে হার্ট, ব্রেন ও অন্যান্য অঙ্গে অক্সিজেন ও পুষ্টি পৌঁছয় না। তখন ক্লান্তি, মাথাঘোরা, ঝাপসা দৃষ্টি, অনিয়মিত হার্টবিট, বমি বমি ভাব এবং ব্ল্যাকআউটের মতো উপসর্গ দেখা দেয়।

নিম্ন রক্তচাপের ঝুঁকি

অনেকের ধারণা নিম্ন রক্তচাপ ভয়ের নয়। কিন্তু প্রেশার কমে গেলেও হার্টের সমস্যা হতে পারে। রক্তচাপ কমে গেলেও বুক ধড়ফড় করা, হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। অনেক ক্ষেত্রে লো ব্লাড প্রেশারও কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হয়ে দাঁড়ায়। যেমন শেফালি জরিওয়ালার মৃত্যুর অন্যতম কারণ ছিল লো ব্লাড প্রেশার। আবার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে, রক্তাল্পতায় ভুগলেও যখন-তখন প্রেশার কমে যেতে পারে। মহিলাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম থাকলেও এমন সমস্যা হতে পারে।

হঠাৎ প্রেশার কমে গেলে কী করবেন?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন